KaliaganjTragedy ChildKilledInBlast
ক্লাউড টিভি ডেস্ক | নদিয়া : রাজনৈতিক উচ্ছ্বাসের মাঝে কান্নার সুর। নদিয়ার কালিয়াগঞ্জে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশাল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এক শিশু কন্যার মৃত্যু হয়েছে বোমার আঘাতে (KaliaganjTragedy ChildKilledInBlast)। অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ হারিয়েছে ওই শিশু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি, রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন, মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন উদ্বেগ।
সোমবার সকালে কালিয়াগঞ্জে ভোটগণনা শুরু হয়। শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। শেষ পর্যন্ত ৪৯,১৪৩ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। এরপরই শুরু হয় বিজয়ের উল্লাস—ঢাক, আবির, মিছিল আর উচ্ছ্বাসে ভরে ওঠে এলাকা।
বাম-কংগ্রেস-বিজেপি জোটের জয়, ২০২৬ বিধানসভা ভোটে পরিবর্তনের আভাস?
কালিগঞ্জ উপনির্বাচন ২০২৫: হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে তৃণমূল, নজরে আলিফা আহমেদ
কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় মৃত্যুর বিভীষিকায়।
কালীগঞ্জের মেলেন্দি এলাকায় সন্ধ্যার ঠিক আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান—
“তৃণমূল কর্মীদের বিজয় মিছিল চলছিল। আচমকা কয়েকটি বোমা ছোড়া হয় একটি সিপিএম সমর্থকের বাড়ির দিকে।
ঠিক সেই সময় এক ৭ বছর বয়সি মেয়ে বাড়ি ফিরছিল। একটি বোমা পাশেই ফেটে যায়। মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।”
স্থানীয়দের দাবি,
“এটা স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা। এই বোমা উদযাপন নয়, উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ।”
ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি এক্স (টুইটার) পোস্টে লেখেন:
“এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। শিশুটির পরিবারকে সমবেদনা জানাই। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ নিতে। দোষীরা শাস্তি পেতেই হবে।”
I am shocked and deeply saddened at the death of a young girl in an explosion at Barochandgar in Krishnanagar police district. My prayers and thoughts are with the family in their hour of grief.
Police shall take strong and decisive legal action against the culprits at the…
— Mamata Banerjee (@MamataOfficial) June 23, 2025
তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এ ঘটনা “দলের স্বীকৃত কর্মসূচির অংশ নয়”। কেউ দলীয় নাম ব্যবহার করে আইনভঙ্গ করলে, দল নিজেই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে তারা।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন:
“এ কেমন বিজয়? যেখানে বোমার উৎসবে শিশুর মৃত্যু হয়! তৃণমূলের এই সহিংস রাজনীতি চলছে বছরের পর বছর। এবার কি বিচার হবে?”
সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন:
“এই ঘটনায় শুধুই রাজনৈতিক নয়, মানবিক প্রশ্ন জড়িয়ে আছে।
এমন নৃশংসতা আর মেনে নেওয়া যায় না।”
নির্বাচন কমিশন ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জেলা প্রশাসনের কাছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে।
মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে
স্থানীয় একাধিক ব্যক্তি জিজ্ঞাসাবাদের জন্য আটক
এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন
বোমাটি কোথা থেকে ছোড়া হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখছে CID
বিশ্লেষক ড. অঞ্জন বসু বলেন:
“রাজনৈতিক বিজয়ের উচ্ছ্বাস কখন যে আগুনে রূপ নেয়, তা বোঝা যায় না। শিশুর মৃত্যু রাজনীতির সীমা অতিক্রম করে। তৃণমূল যদি সত্যিই দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তবেই জনসচেতন বার্তা যাবে।”
আরও পড়ুন :
‘জুয়াড়ি ট্রাম্প’ যুদ্ধ শুরু করেছেন, শেষ করব আমরা: হুঁশিয়ারি আইআরজিসির
ট্রাম্প ফ্যাসিস্ট, দ্বিতীয় প্রজন্মের অপরাধী— বিস্ফোরক মন্তব্য মার্কিন ইতিহাসবিদ এভার্ন শোয়্যাপের