KaliganjBypoll2025
ক্লাউড টিভি ডেস্ক : নদিয়া জেলার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সোমবার সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে। আজ, ২৩ জুন, সকাল ৮টা থেকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গণনার কাজ চলছে। সকাল থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনা, তারপর একে একে ইভিএমের ভোট গোনা হচ্ছে।
এই কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ১৯ জুন। প্রায় ৭২ শতাংশ ভোটার তাঁদের অধিকার প্রয়োগ করেছেন। এই উপনির্বাচনে মূলত তিন প্রধান রাজনৈতিক দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছে—তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস (সিপিএম সমর্থিত)।
তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন আলিফা আহমেদ, প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। বিজেপির হয়ে লড়ছেন স্থানীয় পঞ্চায়েত নেতা আশিস ঘোষ। কংগ্রেসের হয়ে, সিপিএমের সমর্থনে, প্রার্থী হয়েছেন কাবিলউদ্দিন শেখ।
বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণে আনতে চলেছে রাজ্য সরকার : শিক্ষামন্ত্রী – BRATYA BASU
ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোট গণনার কেন্দ্রে মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র কলম ও কাগজ নিয়ে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এই কেন্দ্রের জন্য মোট ২৩ রাউন্ডে ভোট গণনার পরিকল্পনা করা হয়েছে। ১৬টি টেবিলে দুইটি গণনাকক্ষে গণনার কাজ চলছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রাথমিকভাবে কিছুটা এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও, বিজেপিও ভালো লড়াই দিচ্ছে বলে জানা গেছে। কংগ্রেসও পিছিয়ে থাকলেও কিছু এলাকা থেকে ভালো রকম ভোট পেয়েছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশ পায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পরে এই আসনে তাঁর কন্যাকে প্রার্থী করে তৃণমূল সহানুভূতির ভোট টানার কৌশল নিয়েছে। অপরদিকে, বিজেপি এই উপনির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রচার চালিয়েছে। কংগ্রেস-সিপিএম জোট এখানে তেমন প্রভাব ফেলতে পারছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভোট গণনার প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ দুপুরের মধ্যেই ফলাফলের একটি স্পষ্ট চিত্র উঠে আসবে। রাজ্যজুড়ে আজ আরও চারটি আসনে উপনির্বাচনের ফলাফল গণনা চলছে—গুজরাট, কেরল, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের আরও একটি কেন্দ্র মিলিয়ে মোট পাঁচটি আসনে আজ ফল প্রকাশ হবে।
কালিগঞ্জের এই উপনির্বাচনের ফলাফল শুধুমাত্র একটি কেন্দ্রের নির্ধারণ নয়, বরং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ময়দানে কে কতটা শক্তিশালী, তারও ইঙ্গিত বহন করবে।
আরও পড়ুন :
ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় ট্রাম্প প্রশাসনের সতর্কতা, কড়া বার্তা দিল তেহরান
“ধোনির থেকেও বড় টেস্ট উইকেটকিপার-ব্যাটার পান্ত” — সঞ্জয় মাঞ্জরেকারের চাঞ্চল্যকর মন্তব্য