Kanchan Sreemoyee ChildAbuse
ক্লাউড টিভি ডেস্ক : অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের পরিবারে নেমে এসেছে ভয়াবহ অভিজ্ঞতার ঝড়। তাদের নয় মাস বয়সী কন্যা কৃষভি জন্মের প্রথম বর্ষপূর্তির আগেই গৃহকর্মীর অমানবিক নির্যাতনের শিকার (Kanchan Sreemoyee ChildAbuse) হয়েছে।
সম্প্রতি পরিবারের সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠেছেন শ্রীময়ী। ফুটেজে দেখা যায়, কান্নাকাটি করা কৃষভিকে উপুড় করে শুইয়ে নির্দয়ভাবে মারধর করছেন গৃহকর্মী। শ্রীময়ী বলেন, “মেয়ের কান্না থামাতে গিয়ে যে কেউ এভাবে নিষ্ঠুর আচরণ করতে পারে, তা ভাবতেও শিউরে উঠছি।”
আদিয়ালা জেলে ইমরান খানের ওপর যৌন নির্যাতনের অভিযোগ: রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি করে অভিযুক্ত গৃহকর্মীকে বরখাস্ত করা হয়। পাশাপাশি, কাঞ্চন মল্লিক জানিয়েছেন, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আইনের শরণাপন্ন হবেন। ঘটনার দিন শ্রীময়ী ও কাঞ্চন দুজনেই কাজে বাইরে ছিলেন, আর শ্রীময়ীর মা ছিলেন পূজার কাজে নিজ বাড়িতে। ফলে শিশুটির দায়িত্ব পুরোপুরি ছিল গৃহকর্মীর কাঁধে, যা শেষ পর্যন্ত পরিণত হয় দুঃস্বপ্নে।
শুধু নির্যাতন নয়, অভিযুক্ত গৃহকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগও সামনে এসেছে। শ্রীময়ী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তাদের বাড়ি থেকে রুপোর থালা, প্রদীপ এবং কাঁসার বাসনপত্র হারিয়ে যাচ্ছিল। প্রথমে গুরুত্ব না দিলেও পরে আবাসনের নিরাপত্তারক্ষীদের কাছ থেকে জানা যায়, সুযোগ বুঝে সিসিটিভি বন্ধ করে দামি জিনিস বাইরে পাচার করতেন ওই গৃহকর্মী।
এই ঘটনার পর থেকেই চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কাঞ্চন ও শ্রীময়ী। তাদের প্রশ্ন, ঘরের ভেতরেই যদি এরকম ভয়াবহ ঘটনা ঘটে, তবে বাইরে কাজে গেলে মেয়েকে কার ভরসায় রাখা সম্ভব? শ্রীময়ী আরও বলেন, “মেয়ে হওয়ার পর ভেবেছিলাম নিরাপদেই বড় করব। তাই পরিচারিকা রেখেছিলাম। কিন্তু নিজের চোখে এমন দৃশ্য দেখব, স্বপ্নেও ভাবিনি।”
অন্যদিকে কাঞ্চন মল্লিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিবারের সুরক্ষায় কোনো আপস করবেন না এবং প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেবেন।
আরও পড়ুন :
ট্রাম্পের ৫০% শুল্কে ভারতের রপ্তানি, কর্মসংস্থান ও জিডিপি বৃদ্ধি নিয়ে অশনি সংকেত
মার্কিন যুক্তরাষ্ট্রে মানবশরীরে ‘মাংসখেকো পরজীবী মাছি’ শনাক্ত