বীরভূমের কঙ্কালীতলায় শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্তদের ঢল

বীরভূমের ঐতিহাসিক পীঠস্থান কঙ্কালীতলায় শ্রাবণ মাসের শেষ সোমবারে হাজার হাজার শিবভক্তের সমাগম হয়। ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পূজা অর্চনা ও জল ঢালার ব্রত পালন করেন। প্রসাদের বিশেষ আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই দিনটি কাটে ধর্মীয় ও সামাজিক আবহে।