KoelChowdhury VoterIDControversy
ক্লাউড টিভি ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নতুন বিতর্ক। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী (KoelChowdhury VoterIDControversy) রয়েছেন খবরের শিরোনামে। অভিযোগ উঠেছে, তাঁর দুইটি ভোটার কার্ড রয়েছে—একটি জলপাইগুড়িতে এবং অপরটি বালুরঘাটে।
এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। যদিও সুকান্ত মজুমদার পুরো বিষয়টিকে “নন ইস্যু” বলে দাবি করেছেন।
অভিযোগ অনুযায়ী, কোয়েল চৌধুরীর একটি ভোটার কার্ড রয়েছে তাঁর বাপের বাড়ি জলপাইগুড়িতে, যেখানে নাম লেখা রয়েছে “কোয়েল চৌধুরী”। অন্যদিকে, বালুরঘাটের ঠিকানায় থাকা ভোটার কার্ডে নাম দেওয়া হয়েছে “কোয়েল মজুমদার”। এই দুটি আলাদা নাম এবং ঠিকানা দেখে উঠেছে প্রশ্ন—একই ব্যক্তির দুই জায়গায় ভোটার তালিকায় নাম কীভাবে থাকতে পারে?
ইসিবি’র প্রস্তাব: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম হতে পারে “টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি”
সূত্রের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে কোয়েল চৌধুরী নিজেই জলপাইগুড়ির ঠিকানা থেকে বালুরঘাটে ভোটার কার্ড স্থানান্তরের জন্য আবেদন করেন এবং নতুন ঠিকানায় ভোটার হন। কিন্তু আশ্চর্যের বিষয়, পুরনো ভোটার তালিকা থেকে তাঁর নাম তখনও কাটা হয়নি।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি একসঙ্গে দুই জায়গায় ভোটার তালিকায় থাকতে পারেন না। এ ঘটনায় নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যদিও কয়েকদিন আগে বিষয়টি নজরে আসার পর কোয়েল নিজেই জলপাইগুড়ির কার্ড বাতিলের আবেদন করেছেন।
এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,
“আমার স্ত্রী একসময় জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন। পরে এখানে এসে ঠিক নিয়ম মেনেই ভোটার কার্ড স্থানান্তর করেছেন। এটি একটি নন-ইস্যু, কিন্তু কিছু মহল ইস্যু করার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, তাঁর স্ত্রীর বিরুদ্ধে কোনও বেআইনি কাজ হয়নি এবং এই ইস্যু নিয়ে অহেতুক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আলোচনা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। তাদের প্রশ্ন—সাধারণ মানুষের ক্ষেত্রে যেসব নিয়ম কড়াভাবে প্রয়োগ করা হয়, রাজনীতিকদের পরিবারের ক্ষেত্রে কি সেই নিয়ম শিথিল?
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন :
ক্লাব বিশ্বকাপ ঘিরে ফিফার চমক: চালু হচ্ছে বিশেষ ট্রান্সফার উইন্ডো