Breaking News

Kolkata COVID19Update

কলকাতা ও মগরাহাটে হদিশ মিলল তিন করোনা আক্রান্তের, সতর্ক রাজ্য স্বাস্থ্যদপ্তর

জনসাধারণকে মাস্ক, হাইজিন ও সতর্কতা অবলম্বনের আহ্বান

Kolkata COVID19Update: New Variant Detected %%page%% %%sep%% %%sitename%%

Kolkata COVID19Update

ক্লাউড টিভি ডেস্ক | ২৪ মে ২০২৫ : ফের রাজ্যে হানা করোনা ভাইরাসের। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে নতুন করে তিনজন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে Kolkata COVID19Update)। এর মধ্যে একজন কলকাতার বাসিন্দা এবং বাকি দু’জন মগরাহাট ২ নম্বর ব্লকের বাসিন্দা। এদের শরীরে পাওয়া গেছে ওমিক্রনের একটি নতুন সাব-ভ্যারিয়েন্টের অস্তিত্ব। খবর পাওয়ার পরই সতর্ক হয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। সংশ্লিষ্ট এলাকাগুলিতে নজরদারি এবং নমুনা পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের উত্তর রাধানগর খাঁপাড়া এলাকার এক ২০ বছর বয়সী মহিলা ও ঈশ্বরীপুর এলাকার এক কিশোরের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। দুইজনই চিকিৎসার জন্য মগরাহাট গ্রামীণ হাসপাতালে এলে তাদের উপসর্গ দেখে প্রাথমিকভাবে কোভিড টেস্ট করা হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁদের স্থানান্তর করা হয় ডায়মন্ডহারবার হাসপাতালে। এখানে ওমিক্রনের একটি নতুন সাব-ভ্যারিয়েন্টের অস্তিত্ব নিশ্চিত হয়েছে।

অন্যদিকে, খাস কলকাতা থেকেও এক করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যদিও তাঁর পরিচয় ও অবস্থান এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে তিনি বর্তমানে আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

বর্তমানে রাজ্যে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩। দেশজুড়ে সংখ্যাটা মাত্র ২৭ হলেও, রাজ্যে সংক্রমণের নতুন ভ্যারিয়েন্টের উপস্থিতি প্রশাসনের দুশ্চিন্তা বাড়িয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে কোভিড বেড, অক্সিজেন, ওষুধ এবং টিকা পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দিয়েছে।

২৮ বছর পর বৈশাখে ‘শীতল’ রাত! কলকাতায় তাপমাত্রা কমল ২০ ডিগ্রি, চমকে দিল আবহাওয়া

অতীতের ময়দান: জ্যোতিষ গুহ থেকে ধীরেন দের সামনে তখন খেলোয়াড়দের মুখোমুখি হওয়াটাই ছিল বিরাট ব্যাপার

এছাড়াও, স্বাস্থ্য দপ্তর সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে আগামী এক সপ্তাহের মধ্যে এলাকা ভিত্তিক নজরদারি, সন্দেহভাজন রোগীদের চিহ্নিতকরণ এবং কোভিড পরীক্ষার গতি বাড়ানোর নির্দেশ দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। মুখে মাস্ক পরা, হাত ধোয়া, জনসমাগম এড়ানো এবং উপসর্গ দেখা দিলে দ্রুত কোভিড পরীক্ষা করানো উচিত। একইসঙ্গে যাঁরা এখনও টিকা নেননি বা বুস্টার ডোজ নেননি, তাঁদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন :

কলকাতাসহ দক্ষিণবঙ্গে আসছে নিম্নচাপ: ভারী বৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলামের উস্কানিমূলক পোস্টে বাংলাদেশের সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক

ad

আরও পড়ুন: