Breaking News

LeftFront Congress WestBengalPolitics

ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হবে বামফ্রন্টের? প্রশ্নচিহ্ন থেকেই গেল

ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে বামফ্রন্টের শরিকদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হলো। কেউ চাইছে একক লড়াই, কেউ কংগ্রেসকে পাশে নিয়ে জোটে যেতে রাজি। তবে কংগ্রেস নিজে ২৯৪ আসনেই লড়তে চাওয়ায় জোট নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

LeftFront Congress WestBengalPolitics: A New Debate %%page%% %%sep%% %%sitename%%

LeftFront Congress WestBengalPolitics

ক্লাউড টিভি ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচন হোক বা চব্বিশের লোকসভা—কংগ্রেসের সঙ্গে জোট করেও একটিও আসন পায়নি বামফ্রন্ট। ফলশ্রুতিতে জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এবার সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তাই বামফ্রন্টের শরিকরা ভাবতে শুরু করেছে, এই অবস্থায় কংগ্রেসের সঙ্গে জোট করে লাভ কী! মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে উঠে এলো সেই দ্বিধা (LeftFront Congress WestBengalPolitics) ও মতপার্থক্য।

বৈঠকে ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি স্পষ্ট করে জানিয়েছে—তারা কংগ্রেসের সঙ্গে জোটে রাজি নয়। তাদের দাবি, ১৯৭৭ সালের যে আসন ভাগাভাগি ছিল, ছাব্বিশের নির্বাচনে সেই আসনগুলোতেই লড়াই করতে হবে। ফরওয়ার্ড ব্লক লিখিতভাবে ৩৪টি আসন এবং আরএসপি তাদের পুরোনো ২৩টি আসন চাইছে। দুই দলই এককভাবে বামফ্রন্টের ব্যানারে লড়াইয়ের পক্ষে।

বিজেপির পরিবর্তিত পার্টি লাইনে যেন বেমানান খোদ শুভেন্দুর বক্তব্য, সমস্যাটা কোথায়?

কংগ্রেসের তুরস্ক অফিস সংক্রান্ত ভুয়ো খবর প্রচার, নিঃশর্ত ক্ষমা চাইল অর্ণব গোস্বামীর রিপাবলিক

 

অন্যদিকে, সিপিআই বলেছে—কংগ্রেস এলে তারা ‘ওয়েলকাম’। তবে তাদেরও দাবি, বামফ্রন্টে সিপিএমের পরে দ্বিতীয় শক্তি হিসেবে এবার বেশি আসন পেতেই হবে। সিপিআই নেতৃত্ব মনে করিয়ে দিয়েছে, ১৯৭৭ সাল থেকে কখনও তাদের উপযুক্ত আসন দেওয়া হয়নি। ফলে জোট চাইলে আসনের সংখ্যা বাড়াতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এবং আরএসপির সম্পাদক তপন হোড়। তবে সিপিএমের পক্ষ থেকে কংগ্রেস জোট নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করা হয়নি। শরিকদের আসনের দাবি নিয়েও সরাসরি প্রতিক্রিয়া দেননি সেলিম।
বৈঠকের শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, আরও একটি বৈঠকে আসন নিয়ে আলোচনা হবে। তবে কংগ্রেসের পথ পুরোপুরি বন্ধ নয় বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

অন্যদিকে, কংগ্রেস কিন্তু এখনই বামফ্রন্টকে গুরুত্ব দিচ্ছে না। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কিছুদিন আগে বলেছিলেন, “আমাদের কর্মীরা চাইছেন, কংগ্রেস যেন ২৯৪ আসনেই লড়ে।” এই বক্তব্য স্পষ্ট করছে—কংগ্রেস একক লড়াইয়ের দিকেই বেশি ঝুঁকছে।

ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—বামফ্রন্ট ও কংগ্রেস ছাব্বিশের নির্বাচনে একসঙ্গে চলবে কি না? একুশে ও চব্বিশের মতো এবারও যদি শূন্য হাতে ফিরতে হয়, তাহলে বামেরা কি একক শক্তিতে ঘুরে দাঁড়াতে চাইবে? নাকি শেষ মুহূর্তে আবারও আসন সমঝোতায় যাবে? আপাতত এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক অঙ্গনে।

আরও পড়ুন :

পাওনা টাকা আদায়ে পথে নামলেন টলিউড অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, ভিডিও ভাইরাল

ওয়ানডে দলের নেতৃত্বে আসছে বড় চমক, বিসিসিআইয়ের নজরে শ্রেয়াস আইয়ার

ad

আরও পড়ুন: