MaldaFloods : মালদায় বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর, রতুয়া-১ ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন

মালদায় গঙ্গা ও ফুলহর নদীর জল চরম বিপদসীমার উপর দিয়ে বইছে। রতুয়া-১ ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে, কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। প্রশাসনের তরফে ত্রাণ ও উদ্ধারকাজ চলছে।