Breaking News

MamataBanerjee House Security Breach

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পিস্তলসহ ঢুকে গ্রেফতার সল্টলেকের শিক্ষক

কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পিস্তল নিয়ে প্রবেশের চেষ্টা করে গ্রেফতার সল্টলেকের শিক্ষক দেবাঞ্জন চট্টোপাধ্যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য, নিরাপত্তা আরও জোরদার।

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পিস্তলসহ প্রবেশের চেষ্টা, গ্রেফতার শিক্ষক

Mamata Banerjee House Security Breach

ক্লাউড টিভি ডেস্ক : চাঞ্চল্য ছড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে। শুক্রবার দুপুরে পিস্তলসহ ঢুকে পড়েন সল্টলেকের এক ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ তাকে আটক করে কালীঘাট থানার হাতে তুলে দেন। ধৃত ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায় (Debanjan Chattopadhyay), বয়স ৫১ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবাঞ্জন পেশায় একজন বেসরকারি স্কুলের শিক্ষক এবং তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য। তাঁর কাছে থাকা ব্যাগ থেকেই একটি এয়ারগান (airgun) উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় মুখ্যমন্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেবাঞ্জন দাবি করেছেন, তাঁর কাছে থাকা অস্ত্রটি বৈধ এবং এর সব কাগজপত্রও তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন। কাগজপত্রের সত্যতা যাচাই করছে পুলিশ।

নেপালে জনরোষে দাবানল: প্রেসিডেন্ট ভবনে আগুন, প্রাচণ্ডের বাড়িতে ভাঙচুর, ওলির ইস্তফা দাবি

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো পেলেন ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার, গণতন্ত্রের লড়াইয়ের বিশ্বস্বীকৃতি

পুলিশের এক কর্মকর্তা জানান, “এয়ারগানটি বৈধ হলেও তিনি মুখ্যমন্ত্রীর বাড়ির মতো উচ্চ নিরাপত্তা এলাকায় অস্ত্রসহ কেন প্রবেশ করলেন, সেটাই এখন মূল প্রশ্ন।”

ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশ ঘটনার নেপথ্যে কোনো অন্য উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে।

এর আগে কয়েক মাস আগেও এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। সেই ঘটনার পরই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা পুনর্বিন্যাস করা হয়। তবুও ফের এমন ঘটনা ঘটায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

ধৃতের নাম: দেবাঞ্জন চট্টোপাধ্যায়
বয়স: ৫১ বছর
ঠিকানা: সল্টলেক, কলকাতা
পেশা: শিক্ষক, শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য
অস্ত্র: এয়ারগান, যার বৈধ কাগজ দাবি করেছেন ধৃত

তদন্তে মূল ফোকাস:

  • মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি

  • ধৃতের উদ্দেশ্য ও মানসিক অবস্থা

  • অস্ত্রটির বৈধতা যাচাই

আরও পড়ুন :

বিশ্বের সবচেয়ে দামি বার্গার, দাম সাড়ে ১৩ লাখ টাকা!

‘গৌতম যেখানে যাবেন, হার্ষিতও থাকবেন’ : ডিনার পার্টি ঘিরে তীব্র বিতর্ক

ad

আরও পড়ুন: