MamataBanerjee JhargramMarch
ক্লাউড টিভি ডেস্ক | ঝাড়গ্রাম: বাংলাভাষা নিয়ে একের পর এক বিতর্ক, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, প্রশাসনিক স্তরে অবমাননার অভিযোগ—সব মিলিয়ে রাজ্যে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোড়ন। তারই প্রতিক্রিয়ায় আজ ঝাড়গ্রামের রাস্তায় (MamataBanerjee JhargramMarch) তিন কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুর দুটো নাগাদ পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভা করবেন। তার জন্য মঞ্চ করা হয়েছে।
সম্প্রতি একাধিক ভিনরাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, বাংলাভাষীদের হেনস্থা এবং বাংলাভাষা অবজ্ঞার অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। দলীয়ভাবে ‘বাংলাভাষার মর্যাদা’ রক্ষার ডাক দেওয়া হয়েছে রাজ্যজুড়ে।
মোদি সরকারের হিন্দি চাপিয়ে দেওয়ার রাজনীতিতে উত্তাল মহারাষ্ট্র, মারাঠিদের ক্ষোভে জ্বলছে রাজ্য
মমতার হুঁশিয়ারি: “আমাদের ভাষা নিয়ে কেউ খেলবেন না”
গতকালই হুগলির কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অতিথি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
“আমাদের ভাষা নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না। কেউ অসম্মান করার চেষ্টা করবেন না।”
তাঁর এই বক্তব্য কার্যত বিজেপিকে উদ্দেশ করে বলেই মনে করা হচ্ছে। সেই সূত্র ধরেই আজ ঝাড়গ্রামের পদযাত্রায় আরও আক্রমণাত্মক মমতা। তিনি বলেন,
“বাংলা ভাষা শুধু আবেগ নয়, আত্মপরিচয়ের প্রতীক। কেউ যদি বাংলাভাষীদের অসম্মান করে, আমরা চুপ থাকব না।”
রাজনৈতিক বার্তা স্পষ্ট
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচন এবং তার আগেই ২০২৬ বিধানসভা ভোটের আগে বাংলা ভাষা ও সংস্কৃতিকে সামনে রেখেই তৃণমূল এক নতুন জনসংযোগ কৌশল নিচ্ছে। বাংলা মানে তৃণমূল—এই বার্তা দিতেই এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নামছেন।
বিরোধীদের প্রতিক্রিয়া
তবে বিজেপির পক্ষ থেকে এই প্রতিবাদকে ‘নাটক’ বলে ব্যাখ্যা করা হয়েছে। তাদের দাবি, ‘‘যেখানে পশ্চিমবঙ্গেই একাধিক সরকারি স্তরে হিন্দি ও ইংরেজির আধিপত্য বাড়ছে, সেখানে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ আসলে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা।’’
তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ‘‘বাংলাভাষার প্রশ্নে আপস নয়। বাংলার সম্মানেই বাংলার লড়াই।’’
আরও পড়ুন :
দেবের ‘প্রাক্তন’ শুভশ্রী, কিন্তু এখন আমার স্ত্রী, প্রত্যেকেরই অতীত আছে: রাজ