Breaking News

Mamata Banerjee Murshidabad

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন

প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ১৫০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন

Mamata Banerjee Murshidabad: Upcoming Visit Details %%page%% %%sep%% %%sitename%%

Mamata Banerjee Murshidabad

কলকাতা , ৫ মে ২০২৫ (ক্লাউড টিভি): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ (Mamata Banerjee Murshidabad)জেলায় সফরে যাচ্ছেন। এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভের জেরে এই জেলায় অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি চলছে।তিনদিনের মুর্শিদাবাদ সফর (Mamata Banerjee Murshidabad) শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার তিনি কলকাতা থেকে রওনা দিচ্ছেন। সাড়ে ১১টা নাগাদ পৌঁছবেন বহরমপুরে। এখানে সাংগঠনিক বৈঠক করার কথা তাঁর। আজ সার্কিট হাউসে রাত্রিবাস করবেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জ যাবেন। সম্প্রতি ধুলিয়ানে সাম্প্রদায়িক অশান্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তাঁর এই সফর। প্রশাসনিক প্রধান হিসেবে তাঁদের বিশ্বাস ও ভরসা জোগাবেন মমতা। ইতিমধ্যেই আর্থিক সাহায্য, ক্ষতিপূরণ-সহ প্রশাসনিক স্তরে সমস্ত কাজ চলছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের সঙ্গে সেসব বিষয়ে পর্যালোচনা করবেন। এরপর সুতির ছাবঘাটি ময়দানে একটি জনসভা রয়েছে তাঁর। একাধিত পরিষেবা প্রদান হবে ওই সভা থেকে। এছাড়া প্রচুর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। বুধবার মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা।

মহারাষ্ট্রে যে ‘মোদিবিহীন’ ফর্মুলা কার্যকর হয়েছে, বাংলার ক্ষেত্রেও কি তেমনই ভাবছে গেরুয়া বাহিনী?

ভারত-পাকিস্তান উত্তেজনা: পাকিস্তানি মন্ত্রীর দাবি, ভারত আগামী ২৪–৩৬ ঘণ্টার মধ্যে সামরিক আক্রমণ করতে পারে

  1. মুখ্যমন্ত্রীর সফরসূচি: মুখ্যমন্ত্রী আজ দুপুর ১টা নাগাদ লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশন ময়দানে প্রশাসনিক সভা (Mamata Banerjee Murshidabad) করবেন। এই সভায় তিনি প্রায় ৩৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং আরও ১৫০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন

  2. প্রকল্পের তালিকা: উদ্বোধন ও শিলান্যাসের অন্তর্ভুক্ত প্রকল্পগুলির মধ্যে রয়েছে কৃষ্ণনগর থেকে দেবীপুর হয়ে জলঙ্গি পর্যন্ত রাস্তা নির্মাণ, বহরমপুর থেকে হরিহরপাড়া-আমতলা রাজ্য সড়ক নির্মাণ, কান্দি মহকুমা হাসপাতাল ও সামশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে কোভিড হাসপাতালের শিলান্যাস, এবং বিভিন্ন জলপ্রকল্প ও পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহের ব্যবস্থা।

  3. নিরাপত্তা ব্যবস্থা: মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মুর্শিদাবাদ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সভাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভার পর মালদহে যাবেন

  4. রাজনৈতিক প্রতিক্রিয়া: বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর এই সফরকে সময়মতো না আসার জন্য সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রীকে আগে মুর্শিদাবাদে আসা উচিত ছিল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন এবং জনগণের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন

#MamataBanerjee #Murshidabad #WestBengalNews #মমতাবন্দ্যোপাধ্যায় #মুর্শিদাবাদসফর #পশ্চিমবঙ্গ #রাজনৈতিকসফর

আরও পড়ুন :

এলাহাবাদ হাই কোর্টে আজ রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব বিষয়ে কেন্দ্রের ব্যাখ্যা শুনানি

ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিশিয়েন্সি এর প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন এলন মাস্ক

ad

আরও পড়ুন: