Breaking News

Mamata Lyricist Jagannath Swami

আজ দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন, গীতিকার ও সুরকার হিসেবে নতুন রূপে মমতা বন্দ্যোপাধ্যায়

দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন: উৎসবে মাতোয়ারা পর্যটননগরী, মুখ্যমন্ত্রীর লেখা গানে মুগ্ধ ভক্তেরা

Mamata Lyricist Jagannath Swami's New Song %%page%% %%sep%% %%sitename%%

Mamata Lyricist Jagannath Swami

দীঘা থেকে শান্তিপ্রিয় রায়চৌধুরী: আজ ৩০ এপ্রিল। দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আয়োজন করা হয়েছিল বিশেষ যজ্ঞের। ইতিমধ্যে মন্দির চত্বর সেজে উঠেছে জমকালো সাজে। ক’দিন
ধরেই দীঘা জুড়ে বইছে উৎসবের হাওয়া। আজ উৎসবের হাওয়া আরো চরমে।

তবে কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে রাজ্য সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পুরো অনুষ্ঠান এলাকা থাকবে একাধিক স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা। নিয়ন্ত্রিত হবে যান চলাচল। দর্শনার্থীদের জন্য থাকবে এলইডি স্ক্রিন, আধুনিক সাউন্ড সিস্টেম এবং সরাসরি সম্প্রচারের ব্যবস্থা।

তবে জগন্নাথ মন্দির উদ্বোধনের কটা দিন এক সুরেলা চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই লিখেছেন গান, আবার সেই গানে সুরও দিয়েছেন তিনি (Mamata Lyricist Jagannath Swami) । ‘নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী’ শিরোনামের এই ভক্তিমূলক গানটি গেয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। গানে দেবতাদের গুণকীর্তন করে জগন্নাথ ভক্তদের আবেগ ছুঁয়ে গেছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে গানটির ভিডিও প্রকাশিত হওয়ার পরই তা ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দীঘার জগন্নাথ মন্দিরের নানান মনোমুগ্ধকর দৃশ্য তুলে ধরা হয়েছে। ‘জয় জগন্নাথ ধাম’ ক্যাপশনে ভক্তরা গানটি শেয়ার করছেন নানা প্ল্যাটফর্মে।

শুধু উৎসব নয়, রাজ্য সরকার নিরাপত্তার বিষয়েও ছিল সদা সচেতন। কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে দীঘায় নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা বলয়। অনুষ্ঠানস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ, বম্ব স্কোয়াড ও নজরদারি ক্যামেরা। নিয়ন্ত্রিত করা হয়েছে যান চলাচল। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে এলইডি স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম ও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা।

দীঘায় মহাযজ্ঞে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী, আজ সন্ধেয় ফুলের শয্যায় শোয়ানো হবে জগন্নাথ বিগ্রহ

Digha Jagannath Temple : দীঘাতে সাজো সাজো রব, উদ্বোধনের অপেক্ষায় জগন্নাথ মন্দির

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৃষ্টিশীল উদ্যোগ ভক্ত ও সাধারণ মানুষের হৃদয়ে অনুরণন তুলেছে। শুধু রাজনৈতিক নেত্রী নয়, একজন শিল্পী হিসেবেও তিনি বারবার নিজের পরিচয় তুলে ধরেছেন। এর আগেও বহুবার তিনি কবিতা, গান ও চিত্রকলার মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন, আর এবারও তার ব্যতিক্রম হল না (Mamata Lyricist Jagannath Swami) ।

দীঘার এই জগন্নাথ মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থাপনা নয়, এটি রাজ্যের পর্যটন উন্নয়নেরও এক নতুন দিগন্ত খুলে দিল। আশা করা যায়, এই মন্দির আগামী দিনে লাখ লাখ পর্যটক ও ভক্তকে আকর্ষণ করবে, যা স্থানীয় অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে।

#জয়জগন্নাথ #দীঘা_জগন্নাথ_মন্দির #মমতা_বন্দ্যোপাধ্যায় #WestBengalTourism #ShreeJagannathDham #IndraneilSen #DighaFestival2025

আরও পড়ুন :

লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ক্যারিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন জ্যাকি চ্যান, বিশ্বজুড়ে উচ্ছ্বাস

শাহরুখ এবার মার্ভেলের সুপারহিরো? ‘বাদশা’র হলিউড যাত্রায় সুনামি নেটপাড়ায়!

ad

আরও পড়ুন: