Breaking News

MedicalNegligence JhargramHospital

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসার গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশুর মৃত্যু, উত্তেজনা এলাকাজুড়ে

অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে উত্তেজনা হাসপাতাল চত্বরে

MedicalNegligence JhargramHospital : Shocking Case

MedicalNegligence JhargramHospital

ঝাড়গ্রাম, ১৪ জুন: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে এক সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত শিশুর পরিবার সরাসরি চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সুপারের কাছে এবং ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার (MedicalNegligence JhargramHospital )।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার জামবনী থানার গিধনি এলাকার বাসিন্দা নীলাঞ্জনা সেতুয়া শুক্রবার সকালে প্রসব যন্ত্রণায় কাতর অবস্থায় ভর্তি হন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে। পরিবারের অভিযোগ, সকাল থেকেই যন্ত্রণায় ছটফট করলেও হাসপাতালে উপস্থিত চিকিৎসক এবং নার্সরা কোনো জরুরি ব্যবস্থা গ্রহণ করেননি।

বিশ্বে নজিরবিহীন জন্মহার হ্রাস: জাতিসংঘের সতর্কবার্তা

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ বিদেশি কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল সেনাবাহিনী

একজন আত্মীয় জানান, “চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন, বাচ্চার হার্টবিট ও নড়াচড়া সবই ঠিক আছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানানো হয় বাচ্চাটি আর নেই। আমরা বুঝতেই পারছি না এত বড় বিপর্যয় কীভাবে ঘটল।”

পরিবারের আরও অভিযোগ, দিনের প্রায় বেশিরভাগ সময় প্রসূতির শারীরিক অবস্থার দিকে নজর দেওয়া হয়নি। তারা আরও বলেন, “একটা মায়ের চোখের সামনে সন্তানের মৃত্যু হয়েছে, অথচ দায়িত্বজ্ঞানহীন আচরণ করলেন চিকিৎসক ও নার্সরা। এভাবে আর কত পরিবার চোখের জলে ভাসবে?”

ঘটনার পরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। অনেকেই ক্ষোভ উগরে দেন হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে হাসপাতাল প্রাঙ্গণে।

ঝাড়গ্রাম থানার এক আধিকারিক জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলা হবে।

এই ঘটনায় প্রশ্ন উঠছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে। সাধারণ মানুষ এমনিতেই সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে অসন্তুষ্ট। তার উপর এই ধরনের ঘটনা আরও আস্থা হারানোর দিকে ঠেলে দেয় বলেই মনে করছেন স্বাস্থ্যকর্মীদের একাংশও।

বর্তমানে মৃত শিশুর পরিবার শোকস্তব্ধ এবং ন্যায়বিচারের দাবি জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

আরও পড়ুন :

যানজটে আটকে প্রাণে বেঁচে গেলেন ভূমি চৌহান! বিমান মিস করায় রক্ষা পেল একটি তরতাজা জীবন

ট্রাম্প–মাস্ক দ্বন্দ্বে জড়িয়ে গেল জেফ্রি এপস্টেইনের ছায়া: ওয়াশিংটনে বিতর্ক, তদন্তের দাবি তুঙ্গে

ad

আরও পড়ুন: