Breaking News

HS2025 BengalTopper

উচ্চমাধ্যমিকে রূপায়ণ প্রথম, তুষার দ্বিতীয়—স্বপ্ন দেখায় এগিয়ে বাংলার দুই হিরে

সবজি বিক্রেতার ছেলে তুষার দ্বিতীয় – কোচবিহারের বক্সিরহাট হাই স্কুলের ছাত্র, ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায়

HS2025 BengalTopper Results Announced Today %%page%% %%sep%% %%sitename%%

HS2025 BengalTopper

কলকাতা, ৭ মে ২০২৫ (ক্লাউড টিভি):  ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য মেধাতালিকার শীর্ষে রয়েছেন বর্ধমানের রূপায়ণ পাল, এবং দ্বিতীয় স্থানে রয়েছেন কোচবিহারের তুষার দেবনাথ (HS2025 BengalTopper)।
রূপায়ণ পেয়েছেন ৪৯৭ নম্বর, আর তুষারের প্রাপ্ত নম্বর ৪৯৬। শুধু নম্বরেই নয়, তাদের সাফল্য এসেছে কঠোর পরিশ্রম, সংগ্রাম আর সীমিত সামর্থ্যকে জয় করে।

রূপায়ণ বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র। ফল প্রকাশের পর আনন্দে আত্মহারা হয়ে পড়ে সে। সংবাদমাধ্যমকে রূপায়ণ বলে, “আমি ডাক্তার হতে চাই। ছোটবেলা থেকেই মানুষের সেবা করার স্বপ্ন দেখি।”
বিজ্ঞান বিভাগে আরও গভীরভাবে পড়াশোনা করার ইচ্ছা তার। স্কুল, শিক্ষক এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে সে।

দুই বিশ্বযুদ্ধ স্মরণে জাতীয় ছুটি ঘোষণা করলেন ট্রাম্প

উচ্চমাধ্যমিকে পাশের হার সর্বোচ্চ, ফল প্রকাশের ৫০ দিনের মধ্যেই নজিরবিহীন ঘোষণা

অন্যদিকে, দ্বিতীয় স্থানে (HS2025 BengalTopper) থাকা তুষার দেবনাথ পড়াশোনা করে কোচবিহারের বক্সিরহাট হাই স্কুলে। তার সাফল্যের গল্প আরও বেশি অনুপ্রেরণামূলক। তুষারের বাবা তপন দেবনাথ একজন সবজি বিক্রেতা। অল্প আয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার ব্যবস্থা করেছেন। আজ সেই ছেলের কৃতিত্বে গোটা পরিবার, পাড়া এবং স্কুল গর্বিত।

তুষার জানায়, “আমি বিজ্ঞানী হতে চাই। সমাজ ও দেশের কাজে নিজেকে যুক্ত করতে চাই।” তবে একুশ শতকে এসেও এই প্রতিভাবান ছাত্রের ভবিষ্যৎ চিন্তায় আছে তার পরিবার। কারণ উচ্চশিক্ষার খরচ কিভাবে জোগাড় হবে, তা নিয়ে উদ্বিগ্ন তপনবাবু।

বক্সিরহাট হাই স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, তুষার বরাবরই মেধাবী এবং নিষ্ঠাবান। কঠোর পরিশ্রমই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। স্কুলের প্রধান শিক্ষক বলেন, “ওর জন্য আমরা গর্বিত। সরকারের উচিত এই ছেলেটার পাশে দাঁড়ানো।”

এই দুই ছাত্রের (HS2025 BengalTopper) সাফল্য আবারও প্রমাণ করল, পরিশ্রম, একাগ্রতা আর লক্ষ্য ঠিক থাকলে প্রতিকূলতাও সাফল্যের পথে বাধা হতে পারে না। আজকের রূপায়ণ আর তুষার ভবিষ্যতের ডাক্তার ও বিজ্ঞানী হয়ে শুধু পরিবার নয়, গোটা বাংলার মুখ উজ্জ্বল করতে পারে।

এই প্রতিভাদের জন্য প্রয়োজন শুধু সুযোগ, সহায়তা ও নিরবচ্ছিন্ন প্রেরণা।

#HS2025 #RupayanPal #TusharDebnath #BengalTopper #Inspiration #StudentSuccess #DreamBig #EducationForAll #SupportTalents #ProudMoment

আরও পড়ুন :

জন্মদিনে চমক: স্ত্রী শ্রীময়ীর পরিকল্পনায় কাঞ্চন মল্লিকের স্মরণীয় ৫১তম জন্মদিন

সীমান্তে যুদ্ধাবস্থা, আইপিএল কি বন্ধ হবে? দেশ ও ক্রিকেটের দ্বন্দ্বে বিভক্ত ভারত

ad

আরও পড়ুন: