Messi Neymar in Kolkata
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারতের ফুটবলপ্রেমীদের জন্য ডিসেম্বর হতে চলেছে রূপকথার মতো এক মাস! কারণ, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি আসছেন কলকাতায় — এ খবর আগেই তিনি নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন। এবার আরও বড় চমক! মেসির সঙ্গে কলকাতায় পা রাখতে পারেন নেইমার, লুইস সুয়ারেজ এবং বার্সেলোনা কিংবদন্তি ডেকো!
সূত্রের খবর, একটি আন্তর্জাতিক আয়োজক সংস্থা ‘বার্সেলোনা রিইউনিয়ন (Barcelona Reunion)’-এর পরিকল্পনা করছে, যেখানে এই চার মহাতারকা একই মঞ্চে হাজির হবেন কলকাতার বুকে। ডিসেম্বরের ১৩ তারিখ নির্ধারিত হয়েছে এই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ হিসেবে।
আয়োজক সংস্থার তরফে জানা গেছে, কলকাতা সফরের পর মেসি আরও দুই শহর—দিল্লি ও মুম্বাইয়েও যাবেন। তবে নেইমার, সুয়ারেজ এবং ডেকো শুধুমাত্র কলকাতার অনুষ্ঠানে যোগ দেবেন।
এই ফুটবল উৎসবে শুধু খেলাধুলা নয়, থাকছে বর্ণময় সাংস্কৃতিক পর্বও। কলকাতার আসরে থাকবেন স্থানীয় সংগীতশিল্পীরা, সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং টেনিস তারকা লিয়েন্ডার পেস।
অন্যদিকে, মুম্বাইয়ের মঞ্চে মেসির সঙ্গে থাকবেন শচীন টেন্ডুলকার, হরভজন সিং ও অরিজিৎ সিং, আর দিল্লির আসরে উপস্থিত থাকবেন বিরাট কোহলি, শুভমান গিল ও দিলজিৎ দোসাঞ্জ।
সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, ডিসেম্বরেই কলকাতার আকাশজুড়ে দেখা যাবে এক অনন্য দৃশ্য— মেসি, নেইমার, সুয়ারেজ ও ডেকো একসঙ্গে!
ফুটবল ইতিহাসে এমন মুহূর্তের সাক্ষী হতে মুখিয়ে আছেন শহরের ক্রীড়াপ্রেমীরা।
আরও পড়ুন :
দেড় ঘণ্টা অপেক্ষার পরও এল না সরকারি এম্বুলেন্স, সন্তানের জন্ম দিয়েই অকালে প্রাণ হারালেন তরুণী মা
চলতি সপ্তাহেই বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা, জানালো আবহাওয়া দফতর।