Breaking News

MinakshiMukherjee KunalGhosh

ছাপার অযোগ্য ভাষায় কুণাল ঘোষকে তোপ মীনাক্ষী মুখার্জীর, তৃণমূলের পাল্টা জবাব — উত্তপ্ত বঙ্গ রাজনীতি

কালীগঞ্জের নাবালিকা মৃত্যুর ঘটনায় প্রতিবাদ সভায় কুণাল ঘোষকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জী। তৃণমূল মুখপাত্র কুণাল পাল্টা বললেন—‘রুচির প্রশ্নে আমি মন্তব্য করব না।’ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই রাজনৈতিক তরজা।

MinakshiMukherjee KunalGhosh Political Controversy %%page%% %%sep%% %%sitename%%

MinakshiMukherjee KunalGhosh

ক্লাউড টিভি ডেস্ক : নদিয়ার কালীগঞ্জে নাবালিকা মৃত্যুকে ঘিরে রাজনৈতিক সংঘর্ষ-এর আবহে আরও উত্তপ্ত হয়ে উঠলো রাজ্য রাজনীতি। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জী সম্প্রতি এক প্রতিবাদ সভায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে উদ্দেশ্য করে তীব্র কুরুচিকর ভাষা প্রয়োগ (MinakshiMukherjee KunalGhosh) করেন। সেই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সৃজন ভট্টাচার্য, সভাপতি আদর্শ এম সাজি

লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্যের পরে এবারে রাজ্যসভায়ও শূন্য হবে সিপিএম!

প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী বলেন:

“কালীগঞ্জের ঘটনায় কেউ চুপ করে থাকতে পারে না। কুণাল ঘোষ টিভি-টক শোতে যেভাবে মিথ্যাচার করছেন, সেটা রীতিমতো অপরাধ। একটা মেয়ের জীবন শেষ হয়ে গেল, আর ও (কুণাল) মুখে পাউডার মেখে মিডিয়ায় এসে বকবক করছেন!”

তিনি আরও বলেন:

“রাজনীতি মানে পদের লোভ নয়, মানুষের পাশে থাকা। কুণাল ঘোষের মতো মুখপাত্রদের দেখে লজ্জা লাগে। যদি লড়তে চাও, রাস্তায় এসো। আমাদের ভয় দেখিয়ে থামানো যাবে না।”

মীনাক্ষীর এই মন্তব্যে ‘কুরুচিকর শব্দ ব্যবহার করা হয়েছে’ বলেই অভিযোগ উঠেছে তৃণমূলের তরফে।

মীনাক্ষীর বক্তব্যকে ‘চরম অপমানজনক’ আখ্যা দিয়ে কুণাল ঘোষ নিজের প্রতিক্রিয়ায় বলেন:

“ও আমার কন্যাসম। ওর কথায় আমি রাগ করি না। তবে সিপিএমকে প্রশ্ন করা উচিত, এই ভাষাই কি তাদের সংস্কৃতি?”

তিনি বলেন, “আমি যদি ওর মতো কথা বলি, তাহলে সিপিএম রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমি বহু বিতর্কে অংশ নিয়েছি, কিন্তু এভাবে ব্যক্তিগত স্তরে নামতে হয়নি।”

তৃণমূল আইটি সেলের অন্যতম মুখ দেবাংশু ভট্টাচার্য টুইটারে লেখেন:

“মীনাক্ষী মুখার্জীর মুখ থেকে যে ভাষা বেরিয়েছে, সেটা শিষ্ট রাজনীতির পরিপন্থী। আমরা যদি এমনভাবে জবাব দিই, তাহলে কুরুচির পর কুরুচি চলবে। আশা করি, সিপিএম নেতৃত্ব তার ভাষাকে নিয়ন্ত্রণ করবে।”

  • কালীগঞ্জে জয়োল্লাস থেকে ছোড়া বোমায় এক নাবালিকার মৃত্যু এবং একাধিক আহত হওয়ার ঘটনায় বিজেপি ও সিপিএম একযোগে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

  • রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ ও কর্মসূচি।

  • এরই মধ্যে মীনাক্ষীর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক মেরুকরণ বাড়িয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিপিএম তরুণ নেতৃত্বকে সামনে রেখে আবার ‘স্ট্রিট ফাইটার’ ইমেজে ফিরতে চাইছে। অন্যদিকে, তৃণমূল এই আক্রমণকে ঘিরে ‘মার্জিনালাইজেশন’-এর অভিযোগ তুলছে (MinakshiMukherjee KunalGhosh)

বিজেপির নেতা অগ্নিমিত্রা পল বলেন:

“তৃণমূলের মুখপাত্ররা দিনের পর দিন কী ভাষায় কথা বলেন, সেটাও দেখা উচিত। তবে মীনাক্ষীর মতো নেত্রীর কাছ থেকে ভদ্রতা প্রত্যাশিত ছিল।”

আরও পড়ুন :

কলকাতায় জরুরি অবতরণ: এয়ার ইন্ডিয়া ‘এআই ৩৫৭’ ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটি, যাত্রীরা সুরক্ষিত

বিশ্বযুদ্ধের ছায়া? ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড়ো আকাশ হামলা, নিহত F-16 পাইলট

ad

আরও পড়ুন: