Breaking News

Bengal Winter Arrival 2025

চলতি সপ্তাহেই বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা, জানালো আবহাওয়া দফতর।

বাংলা থেকে এবার বিদায় নিচ্ছে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৪ বা ১৫ অক্টোবরের পর থেকেই শুরু হবে শীতের আমেজ।

Bengal Winter Arrival 2025 : বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা

Bengal Winter Arrival 2025

ক্লাউড টিভি ডেস্ক :অবশেষে বিদায় নিচ্ছে বর্ষা। দীর্ঘ আড়াই মাসের বৃষ্টিমুখর দিনগুলির পর এবার রাজ্যে শুরু হচ্ছে হালকা শীতের ইঙ্গিত। হাওয়া অফিসের মতে, সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ বা ১৫ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। এর পর থেকেই শুরু হবে শীতের আগমন বার্তা।

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। সকালবেলা দেখা দিতে পারে হালকা কুয়াশা। অন্যদিকে, মালদা ও দুই দিনাজপুর জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই সপ্তাহে আবহাওয়া থাকবে আরামদায়ক ও শুকনো। তাপমাত্রা ধীরে ধীরে নামবে, বিশেষ করে ভোর ও রাতে। যদিও আর্দ্রতা কিছুটা বেশি থাকায় দিনে অস্বস্তি থাকতে পারে। তবে দিন দিন সেই অস্বস্তি কমে আসবে বলেই আশা আবহাওয়াবিদদের।

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যে সব ফল শাক সবজি

২৮ বছর পর বৈশাখে ‘শীতল’ রাত! কলকাতায় তাপমাত্রা কমল ২০ ডিগ্রি, চমকে দিল আবহাওয়া

পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমবে। এর ফলে কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের মতো জেলায় ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে

হাওয়া অফিসের এক আধিকারিক জানিয়েছেন, “বর্ষা বিদায় নিলেই উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া বইবে। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে রাজ্যে শীতের আমেজ শুরু হবে।”

এদিকে উত্তরবঙ্গের পাহাড়ে শীতের ছোঁয়া ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। দার্জিলিং ও কালিম্পংয়ে রাতের দিকে তাপমাত্রা নেমে যাচ্ছে ১২–১৪ ডিগ্রির ঘরে। পর্যটকদের ভিড়ও ধীরে ধীরে বাড়ছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে পুজো পরবর্তী সময় থেকেই আবহাওয়া আরও মনোরম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন :

পাকিস্তান‑আফগান সীমান্ত সংঘর্ষ — ভারতীয় স্বার্থে সম্ভাব্য প্রভাব

IRCTC হোটেল কেলেঙ্কারি : আদালতের সামনে দাঁড়িয়ে লালু জানিয়ে দিলেন, “আমি দোষী নই। আমি বিচার মেনে নিতে প্রস্তুত।”

ad

আরও পড়ুন: