Breaking News

NusratJahan MimiChakraborty

নুসরাত-মিমি একসঙ্গে পূজায়? বন্ধুত্ব কি ফিরছে পুরোনো মোড়কে!

একসময় টালিপাড়ার ‘বেস্ট ফ্রেন্ড’ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী—যাদের মধ্যে দূরত্ব গড়ে উঠেছিল অজানা কারণে—এবার পূজায় ফের একসঙ্গে দেখা যেতে পারে। নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ ২’ সিনেমার শ্যুটিংয়ে একসঙ্গে শট দিয়েছেন তাঁরা। সেট থেকেই ছড়িয়েছে গুঞ্জন—ফিরছে কি হারানো বন্ধুত্ব?

NusratJahan MimiChakraborty: A Friendship Journey %%page%% %%sep%% %%sitename%%

NusratJahan MimiChakraborty

ক্লাউড টিভি ডেস্ক: দুই মুখচেনা নাম, দুই জনপ্রিয় অভিনেত্রী—নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী (NusratJahan MimiChakraborty)। একসময় টালিপাড়ার অদ্বিতীয় ‘ফ্রেন্ডশিপ গোল’ ছিলেন তাঁরা। ক্যামেরার বাইরেও তাঁদের বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। পারস্পরিক ঘনিষ্ঠতা, ঘুরতে যাওয়া, একে অপরের বাড়িতে রাত যাপন—সবই ছিল খুব স্বাভাবিক। কিন্তু হঠাৎ যেন সময়ের ব্যবধানে সেই সম্পর্ক হয়ে ওঠে ‘ঠান্ডা’। যোগাযোগ বন্ধ, একে অপরকে এড়িয়ে চলা, এমনকি সামাজিক মাধ্যমেও নীরবতা।

তবে ২০২৫-এর শারদ উৎসব যেন আবার গলিয়ে দিচ্ছে পুরোনো বরফ। জোর গুঞ্জন—আসন্ন দুর্গাপুজোয় একসঙ্গে দেখা যাবে নুসরাত ও মিমিকে। শুধু একসঙ্গে দেখা নয়, তাঁরা নাকি হাতে হাত ধরে প্যান্ডেলে ঘুরবেন! এমন খবর চাউর হতেই চমকে গেছে টালিগঞ্জের অন্দরের মানুষ।

অনেকেই মনে করছেন, এই ‘মিরাকল রিইউনিয়ন’-এর পেছনে রয়েছে একটি সিনেমা—নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পূজা রিলিজ ‘রক্তবীজ ২‘। জানা গেছে, এই ছবিতে অভিনয় করছেন নুসরাত ও মিমি, এবং এক গুরুত্বপূর্ণ দৃশ্যে দু’জনকে একসঙ্গে দেখা যাবে।
চমকের এখানেই শেষ নয়। বিশ্বস্ত সূত্রের দাবি, এক দৃশ্যে তাঁরা একে অপরের হাত ধরে শট দিয়েছেন—না, শুধুই অভিনয়ের প্রয়োজনেই নয়, তাদের ভেতরের সম্পর্কেও যেন এসেছে সাময়িক উষ্ণতা। সেই দৃশ্যের পরই সেটে থাকা কলাকুশলীরা একে অপরকে বলতে শুরু করেন—”ফিরছে পুরোনো দিন!”

“এটা আমার জন্য বড় ব্যাপার ছিল… শাহরুখ খান আমাকে যখন তাঁর নতুন গাড়ি চালাতে দিয়েছিলেন”

কিয়ানু রিভস ও স্যান্ড্রা বুলককের রোমান্টিক থ্রিলারে একসঙ্গে কামব্যাক

টালিপাড়ার এক সিনিয়র প্রোডাকশন ম্যানেজার বলেন, “ওই শটের সময় এক অদ্ভুত ইতিবাচকতা ছিল। দুজনেই বেশ স্বাভাবিক ছিলেন। প্রফেশনালিজম তো আছেই, তবে তাদের মধ্যে একটা পুরোনো বোঝাপড়ার ঝলক দেখতে পেয়েছিলাম।”

তবে বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। সামাজিক মাধ্যমজুড়ে চলছে জল্পনা-কল্পনা। অনেকে বলছেন, সিনেমার প্রচারের স্বার্থেই হয়তো এই ‘বন্ধুত্ব পুনরুদ্ধার’। কেউ আবার বলছেন, হয়তো সময়ই সমস্ত দূরত্ব ভুলিয়ে দেয়।

এক ভক্তের ভাষায়, “দুজনেই আমার প্রিয়। আগে যেভাবে একসঙ্গে ছবি পোস্ট করতেন, ঘুরতে যেতেন—সবই মিস করি। এবার যদি সত্যি করে একসঙ্গে দেখা যায়, তাহলে সেটাই হবে এই পূজার সেরা উপহার!”

একদিকে যখন সিনেমা মুক্তির জন্য তৈরি হচ্ছে গোটা প্রোডাকশন টিম, অন্যদিকে দর্শকের আগ্রহ এখন নুসরাত-মিমির বন্ধুত্ব নিয়ে। নেটিজেনদের কেউ কেউ আশাবাদী, আবার কেউ সন্দিহান। তবে একটা জিনিস স্পষ্ট—‘রক্তবীজ ২’ শুধু একটি সিনেমা নয়, তা হয়ে উঠছে সম্পর্ক পুনর্গঠনেরও মঞ্চ।

আরও পড়ুন :

বিজেপির পরিবর্তিত পার্টি লাইনে যেন বেমানান খোদ শুভেন্দুর বক্তব্য, সমস্যাটা কোথায়?

কাল ২১ জুলাই, কী করবেন দিলীপ ঘোষ, জানালেন নিজেই

ad

আরও পড়ুন: