Breaking News

SSCProtest

SSC Protest: জলও দেওয়া হয়নি, টয়লেটও ছিল বন্ধ,রাতভর উত্তপ্ত এসএসসি অফিস চত্বর

এই অবস্থাতেই আজ মঙ্গলবার সকালবেলা এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের জন্য চা এসে পৌঁছতেই নতুন করে ছড়ায় আগুন

SSCProtest: Kolkata Seethes with Candidate Anger %%page%% %%sep%% %%sitename%%

SSCProtest

ক্লাউড টিভি ডেস্ক : এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের উত্তাল হলো কলকাতার আচার্য সদন চত্বর (SSCProtest)। সোমবার দুপুর থেকে শুরু হওয়া অবস্থান বিক্ষোভ রাতভর গড়িয়েছে তীব্র ক্ষোভ ও অভিমানে। মঙ্গলবার সকালেও এক ইঞ্চি না নড়ে একইভাবে অবস্থানে অনড় চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি— বছর ঘুরে যাচ্ছে, তবু চাকরি তো দূরের কথা, ন্যূনতম সহানুভূতিও মিলছে না।

চাকরিপ্রার্থীদের সঙ্গে এই মুহূর্তে জড়িয়ে থাকা আবেগ শুধু চাকরির জন্য অপেক্ষা নয়, বরং অপমান, উপেক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ । আন্দোলনকারীরা জানাচ্ছেন, সোমবার রাতভর তাঁরা অনাহারে-অর্ধাহারে অবস্থানে (SSCProtest) বসেছিলেন, অথচ তাঁদের জন্য কোনও জল বা মৌলিক প্রয়োজন মেটানোর চেষ্টাও করা হয়নি। এমনকী, আশেপাশের টয়লেট বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

এই অবস্থাতেই আজ মঙ্গলবার সকালবেলা এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের জন্য চা এসে পৌঁছতেই নতুন করে ছড়ায় আগুন।
এক চাকরিপ্রার্থী বলেন,
“আমরা সারা রাত রাস্তায় বসে আছি, এক ফোঁটা জলও পাইনি, আর উনি ভিতরে চা খাচ্ছেন! কোনও লজ্জা নেই?”
আরেকজনের কণ্ঠে আরও তীব্র ক্ষোভ—
“এই দফতর আমাদের ভবিষ্যত নিয়ে খেলা করছে, অথচ দায় নিচ্ছে না কেউ। আমরা দিনরাত আন্দোলন করছি, আর অফিসে এসি ঘরে ঘুমোচ্ছেন চেয়ারম্যান!”

প্রসঙ্গত, সিদ্ধার্থ মজুমদার সোমবার দুপুরে অফিসে প্রবেশ করেন এবং সেই রাত থেকেই তিনি অফিসেই অবস্থান করছেন। অনেকেই মনে করছেন, বাইরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের (SSCProtest) জেরে নিরাপত্তার জন্য তিনি বাইরে বের হননি। তবে আন্দোলনকারীদের প্রশ্ন—
“যদি আমাদের সমস্যার কথা শুনতেই না পান, তাহলে ওই চেয়ারটা আঁকড়ে ধরে বসে থাকার মানে কী?”

অন্যদিকে, আন্দোলনকারী তরুণ-তরুণীরা অভিযোগ করছেন যে রাজ্য সরকার এবং এসএসসি— কেউই এই অনশন, এই প্রতিবাদের প্রতি কোনও সদয় মনোভাব দেখাচ্ছেন না।

তাঁদের বক্তব্য,
“আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। তবু যেন আমাদের অস্তিত্ব স্বীকার করতেও দ্বিধা করছে কমিশন। একজন চেয়ারম্যান হিসেবে ওঁর তো অন্তত আমাদের সঙ্গে কথা বলা উচিত ছিল।”

এই প্রতিবাদ যে আগামী দিনে আরও তীব্র হবে, সেই বার্তাও দিয়েছেন আন্দোলনকারীরা (SSCProtest)। এখনো পর্যন্ত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

#SSCProtest #চাকরিপ্রার্থী_বিক্ষোভ #ChairmanTeaRow #বেকার_আন্দোলন #SSCচেয়ারম্যান

আরও পড়ুন :

প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, রাষ্ট্রপতিকে চিঠি বিচারপতিরই

চলতি সপ্তাহেই হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি! শান্তির বার্তা ট্রাম্পের, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত


আরও আপডেটের জন্য চোখ রাখুন ক্লাউড টিভি নিউজ-এ।
আপনার এলাকায় বিক্ষোভ হচ্ছে? আমাদের জানান।

ad

আরও পড়ুন: