Breaking News

ProsenjitChatterjee BengaliCinema

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনব উদ্যোগ: পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে ১০০ সিনেমা হল

সিনেমা শুধুই শহরকেন্দ্রিক নয়—প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলেও তৈরি হচ্ছে ৪০-৫০ সিটের ছোট মাপের ১০০টি সিনেমা হল। মুখ্যমন্ত্রীর ঘোষণা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য।

ProsenjitChatterjee BengaliCinema: A New Era %%page%% %%sep%% %%sitename%%

ProsenjitChatterjee #BengaliCinema

ক্লাউড টিভি ডেস্ক | ২৭ জুলাই ২০২৫ : পশ্চিমবঙ্গের সিনেমাপ্রেমীদের জন্য এক বড় খবর। এবার শুধুমাত্র অভিনয় বা প্রযোজনা নয়, সিনেমা হল নির্মাণের উদ্যোগ নিয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার মালিকানাধীন প্রযোজনা সংস্থা এন আইডিয়াস এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হচ্ছে ১০০টি ছোট মাপের সিনেমা হল, যেখানে একসঙ্গে বসতে পারবেন ৪০ থেকে ৫০ জন দর্শক (ProsenjitChatterjee BengaliCinema)।

সাধারণ সিনেমা হল থেকে একেবারেই আলাদা এই প্রোজেক্ট। এখানে বিশাল স্ক্রিন, মাল্টিপ্লেক্সের চাকচিক্য নেই, কিন্তু উপলব্ধ থাকবে একান্ত সিনেমা দেখার সুযোগ, গ্রাম ও মফঃস্বল অঞ্চলের সাধারণ মানুষের জন্য। প্রসেনজিৎ তৈরি করছেন এই হলগুলো মাইক্রো ফরম্যাটে, যার ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির কাছেও পৌঁছে যাবে সিনেমার জগৎ।

এই উদ্যোগ সম্পর্কে প্রথমবার প্রকাশ্যে মুখ খোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠানে তিনি বলেন—

“প্রসেনজিৎ একটা ভালো মডেল করেছে। অফিসাররা দেখে এসে আমাকে বলেছে। প্রায় ১০০টা জায়গায় ৪০-৫০ জনের বসার মতো সিনেমা ঘর বানাচ্ছে ও। আমরা হলগুলো দেখে খুশি হয়েছি।”

বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের অনেক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে গেছে। কিছু হল বদলে গেছে শপিং মলে, কিছু হল ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে আছে। এর ফলে গ্রাম বা শহরতলি অঞ্চলের দর্শকদের বড়পর্দায় সিনেমা দেখার সুযোগ অনেকটাই কমে গেছে।

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য—

“ও যেভাবে সিনেমা ঘর বানাচ্ছে, তাতে সিনেমাটা আরও বেশি ছড়িয়ে পড়বে। প্রত্যন্ত এলাকার মানুষরাও আবার সিনেমা দেখতে পারবে। কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।”


এসভিএফ বনাম এন আইডিয়াস: আলাদা রাস্তায় প্রসেনজিৎ

উল্লেখযোগ্য, কিছু বছর আগে এসভিএফ সিঙ্গেল স্ক্রিন হলগুলোকে আধুনিক করে ‘এসভিএফ সিনেমা’ নামে প্রোজেক্ট শুরু করেছিল। তবে প্রসেনজিৎ সেই পথ নিচ্ছেন না। বরং তিনি নিচ্ছেন ছোট পরিসরের, সহজলভ্য ও সাশ্রয়ী একটা রুট।
এই হলগুলোতে শুধু তার নিজের প্রযোজনা নয়, অন্যান্য বাংলা ছবিও নিয়মিত প্রদর্শিত হবে বলে আশা করা হচ্ছে।

নজরুল তীর্থ এখন থেকে হয়ে গেল SVF সিনেমা: নতুন অধ্যায়ের সূচনা নিউটাউনে

পুষ্পা-২: দ্য রুল, ছবির সবচেয়ে সেরা সম্পদ হল ক্লাইম্যাক্স


অনুষ্ঠানে চমক: মুখ্যমন্ত্রীর ঘোষণায় হতবাক প্রসেনজিৎ

প্রসেনজিতের এই উদ্যোগ সম্পর্কে এতদিন কিছুই জানতেন না সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর মুখে এই ঘোষণা শুনে অনেকেই চমকে যান। এমনকি, প্রসেনজিৎ নিজেও বোঝেননি মুখ্যমন্ত্রী তার প্রজেক্টের কথা এভাবে ঘোষণা করবেন। তার মুখের অভিব্যক্তিতেই তা স্পষ্ট ছিল।

আরও পড়ুন :

শরমন যোশীর টলিউড অভিষেক, প্রেম-বন্ধুত্ব-সংসারের নতুন গল্পে চমক

Old Monk: যে মানুষটি নিজে কখনো মদ খাননি, তিনিই বানিয়েছিলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় রাম!

ad

আরও পড়ুন: