নিম্নচাপ পুজো আবহাওয়া পশ্চিমবঙ্গ
ক্লাউড টিভি ডেস্ক : আর মাত্র মহালয়ার ৭ দিন বাকি। সূচনা হবে দেবীপক্ষের। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দরজায় কড়া নাড়লেও, বর্ষা বিদায় নেবার কোনও লক্ষণ নেই। তার মধ্যেই আবার নতুন করে জন্ম নিয়েছে নিম্নচাপ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই নিম্নচাপের জেরে প্রবল বর্ষণ হবে ওড়িশা–অন্ধ্র প্রদেশে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও বৃষ্টি বাড়বে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ, শনিবার (১৩ সেপ্টেম্বর) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২° সেলসিয়াস, আর সর্বনিম্ন প্রায় ২৮° সেলসিয়াস।
আসছে চিনা ঘূর্ণিঝড় উইফার প্রভাব, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
ইতিহাস গড়লেন সুশীলা কারকি, নেপালের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল। সেখানকার বেশ কয়েকটি জেলায় দেওয়া হয়েছে কমলা সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে যে কোনো সময়।
অন্যদিকে, রাজস্থানে বর্ষার বিদায় হলেও, সারা দেশে আরও বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষত মহালয়ার পর থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা প্রবল। ফলে পুজোর কটা দিনেও মেঘ–বৃষ্টির সঙ্গেই উৎসব কাটাতে হতে পারে বলে আশঙ্কা আবহবিদদের।
আরও পড়ুন :