আরজি কর অভয়া হত্যা মামলা
ক্লাউড টিভি ডেস্ক : গত ৯ আগস্ট রাতে আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক অভয়ার মৃত্যু–ধর্ষণকাণ্ড সারা দেশকে নাড়া দিয়েছিল। দুই মাস পার হলেও পরিবার এখনও সুবিচারের আশা পূরণ হতে দেখছে না। উল্টে সিবিআইয়ের তদন্ত নিয়ে তাদের ক্ষোভ দিনদিন বেড়েই চলেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) অভয়ার বাবা-মা সংবাদমাধ্যমে বিস্ফোরক অভিযোগ করে বলেন, “সিবিআই টাকা নিয়ে কাজ করে।” একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সরাসরি ক্ষোভ উগরে দেন তারা। পরিবারের দাবি, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী—কেউই তাদের পাশে দাঁড়াচ্ছেন না।
সিবিআইয়ের বিরুদ্ধে পরিবারের বিস্ফোরক অভিযোগ
অভয়ার বাবার বক্তব্য অনুযায়ী, যদি সিবিআই সৎভাবে কাজ করত, তবে ঘুষ নেওয়ার প্রশ্নই উঠত না। তিনি বলেন, “আমাদের মনে হচ্ছে, টাকার বিনিময়ে সত্য ধামাচাপা দেওয়া হচ্ছে। আমরা চাই ন্যায়বিচার, ক্ষতিপূরণ নয়।”
তদন্ত সংস্থার ওপর ভরসা হারিয়ে তারা আগেই সিবিআইকে ‘বোগাস’ বলে আখ্যা দিয়েছিলেন। দিল্লিতে সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেও কোনও সুরাহা হয়নি। অভয়ার মা–বাবার দাবি, তারা বারবার প্রশ্ন তুললেও সিবিআই কোনও স্পষ্ট উত্তর দেয়নি।
কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ
অভয়ার পরিবার মনে করছে, কেন্দ্রীয় সরকারের ভূমিকা এই মামলায় কার্যত অদৃশ্য। পরিবারের কথায়, “রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী—কেউই কোনও সহানুভূতি বা উদ্যোগ দেখাচ্ছেন না। আমরা আদালতেও লড়াই চালাব, প্রয়োজনে রাস্তায় নেমেও আন্দোলন করব।”
পরিবারের লড়াই অব্যাহত
অভয়ার বাবা-মা সাফ জানিয়ে দিয়েছেন, “ক্ষতিপূরণ আমাদের দরকার নেই, আমরা বিচার চাই।” আন্দোলনকারীদের সঙ্গেও তারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। চিকিৎসক সংগঠনগুলিও বারবার সতীর্থ চিকিৎসকের জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলছে।
একইসঙ্গে পরিবারের ক্ষোভ যে শুধু তদন্ত সংস্থার দিকে নয়, রাজনৈতিক স্তরেও তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক মন্তব্যে। তাঁদের বক্তব্যে প্রতিফলিত হচ্ছে, সিবিআইয়ের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।
বৃহত্তর প্রেক্ষাপট
আর.জি.কর কাণ্ড শুধু একটি অপরাধের মামলা নয়, বরং চিকিৎসা প্রতিষ্ঠানে নারী চিকিৎসকদের নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে জাতীয় আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। একদিকে চলেছে সিবিআই তদন্ত, অন্যদিকে রাস্তায় আন্দোলন ও মোমবাতি মিছিল।
অভয়ার পরিবার বারবার বলছে, “এই লড়াই আমরা শেষ অবধি চালিয়ে যাব।” সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন। তবু ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এই ক্ষোভ যে থামবে না, তা স্পষ্ট করে দিয়েছে অভয়ার বাবা-মা।
আরও পড়ুন :