Rinku Dilip Son Dead
কলকাতা, ১৩ মে ২০২৫: বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রীর একমাত্র ছেলে সৃঞ্জয় মজুমদার, যিনি প্রীতম নামে পরিচিত, আজ সকালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ (Rinku Dilip Son Dead) করেছেন। বিধাননগর সেবা হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রীতম আত্মহত্যা করেছেন। তবে, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন।
প্রীতমের মৃত্যুর (Rinku Dilip Son Dead) খবর এলাকায় শোকের ছায়া ফেলেছে। তাঁর মা রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের বিয়ের পর থেকেই প্রীতমের মনোভাব নিয়ে বিভিন্ন আলোচনা শোনা যাচ্ছিল। কিছুদিন আগে, প্রীতম জানিয়েছিলেন যে, তিনি দিলীপ ঘোষকে বাবা হিসেবে মেনে নিতে রাজি ছিলেন না এবং মায়ের বিয়েতে উপস্থিত হতে চাননি। তবে, তিনি জানিয়েছিলেন যে, তিনি মায়ের বিয়েতে খুশি ছিলেন।
কৌমার্য ভঙ্গ করে ঘর বাঁধছেন দিলীপ ঘোষ, পাত্রী রিঙ্কু মজুমদার—রাজনীতির রণাঙ্গন ছেড়ে সংসারের ময়দান!
প্রীতমের মৃত্যুর পর, তাঁর পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য বিভিন্ন দিক থেকে অনুসন্ধান চালাচ্ছে।
বেশ কয়েক বছর আগে বিবাহবিচ্ছেদ হয় ৪৭ বছরের রিঙ্কুর। দিলীপের সঙ্গে প্রীতমের একাধিক বার দেখা হয়েছে এবং কথাবার্তা হয়েছে। বাবা হিসাবে দিলীপকে তিনি মন থেকে মেনে নিয়েছেন। তিনি বলেছিলেন, ‘‘একটা ‘ইমোশনাল ভ্যাকুয়াম’ তো থেকেই যায় মানুষের মধ্যে। একটি নির্দিষ্ট বয়সে এসে বাবাকে পাচ্ছি, সেটার জন্যও আমি খুশি।’’ কিন্তু মায়ের বিয়ের ২৫ দিনের মাথায় সেই যুবকের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হল। সৃঞ্জয়ের মৃত্যু নিয়ে রিঙ্কু বা দিলীপ, কারও তরফে এখনও কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি।
#PritamMajumder #DilipGhosh #RinkuMajumder #KolkataNews #MysteriousDeath
আরও পড়ুন :
যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক, উচু পাহাড়ে দিন কাটাচ্ছেন মানুষ
পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল তা এখন মোদি বুঝতে পারছেন: শহিদ আফ্রিদি