Breaking News

Saltlake Delivery Boy Burned

গাড়ির আগুনে ঝলসে মৃত্যু ডেলিভারি বয়ের; সল্টলেকে পুলিশের গাফিলতি নিয়ে উত্তাল জনতা

সল্টলেকে পথদুর্ঘটনার বলি ডেলিভারি বয়। রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি চারচাকার গাড়িতে বিস্ফোরণ ঘটে। মাঝে কোনও ভাবে আটকে পড়েছিলেন বাইক আরোহী ওই যুবক।

Saltlake Delivery Boy Burned to death

Saltlake Delivery Boy Burned

ক্লাউড টিভি ডেস্ক: কলকাতার সল্ট‌-লেক ও কেষ্টপুরের সংযোগস্থল, ৮ নম্বর ফুটব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিকেল ৫:৪০ নাগাদ একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই গাড়িটি বিস্ফোরণ করে আগুনে জ্বলজ্বল করতে থাকে। ঘটনাস্থলে ওই সময় বাইক চালিয়ে যাচ্ছিলেন একজন ডেলিভারি বয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনও ভাবে ওই রেলিংয়ের মাঝে তিনি আটকে পড়েছিলেন। গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের বার করা সম্ভব হলেও ওই যুবককে উদ্ধার করা যায়নি। গাড়ির আগুনে দগ্ধ (Saltlake Delivery Boy Burned) হয়ে যান তিনি।

আর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘আমরা অনেক চেষ্টা করেছিলাম। বালতি দিয়ে জল ঢেলেছি। এত আগুন, আমরা ধারেকাছেই যেতে পারিনি। ছেলেটা পুড়ে গেল।’’

“ডেলিভারি বয়” ছদ্মবেশে ঘরে ঢুকে ২২ বছরের তরুণীকে ধর্ষণ, সেলফি ক্লিক করে “I’ll be back” বার্তা!

রান্নার ঘরের কিছু ভুলেই বাড়ছে ক্যানসারের ঝুঁকি!

পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তখন উদ্বিগ্ন জনতাও পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে। উভয় পক্ষের মধ্যে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়, শেষে পুলিশের কাঁদানে গ্যাস ছোড়া-য় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সাধারণ মানুষের পাথর ছোঁড়ার অভিযোগও ওঠে। পরে র‌্যাফ আসায় পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়।

তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনা—দুর্ঘটনার শিকার ডেলিভারি বয় ওই আগ্নিকাণ্ডে ঝলসে মারা যান। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, পুলিশ সময়মতো সেতুর চারপাশ বন্ধ করতে ব্যর্থ হয়, সাধারণ মানুষ ছুটে গিয়ে গিয়ে নিজেরাই চালক ও গাড়ির অন্যান্যদের উদ্ধার করেন।

বর্তমানে পুলিশ ওই এলাকায় তদন্ত শুরু করেছে। গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা আপাতভাবে স্থিতিশীল বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ—গাড়ির নিয়ন্ত্রণ হারানো, ডেলিভারি বয় কীভাবে আটকে পড়লেন—তা এখনও অজানা এবং সল্ট‌-লেক পূর্ব থানা বিষয়গুলো খতিয়ে দেখছে।

আরও পড়ুন :

জৈসলমীরে DRDO গেস্ট হাউস ম্যানেজার গ্রেফতার: পাঁচ বছর ধরে পাকিস্তানের ISI-র হয়ে গুপ্তচরবৃত্তি

জলপাইগুড়িতে ১৫ জন আক্রান্ত, ইঁদুরবাহিত লেপ্টোস্পাইরা নিয়ে উদ্বেগ

ad

আরও পড়ুন: