Breaking News

SantaPaulCase

শান্তা পল কাণ্ডে নতুন মোড়, জাল নথি তৈরিতে সাহায্যকারী সৌমিক দত্ত গ্রেপ্তার

শান্তা পলকে ভারতীয় নাগরিক সেজে থাকার জন্য যেসব জাল নথি দরকার ছিল— যেমন আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড ইত্যাদি— তার একাধিকটি তৈরি করতে সাহায্য করেছিল সৌমিক।

SantaPaulCase: New Arrest in the Identification Fraud %%page%% %%sep%% %%sitename%%

SantaPaulCase

ক্লাউড টিভি ডেস্ক: বাংলাদেশি নাগরিক শান্তা পলকে জাল পরিচয়পত্র তৈরিতে সাহায্য করার অভিযোগে এক নতুন অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এআরএস (অ্যান্টি রাউডি স্কোয়াড)। ধৃত ব্যক্তির নাম সৌমিক দত্ত (৩৬)। তার বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটি থানার অন্তর্গত অতলবিহারী সরকার রোডে। তার পিতা মৃত সুবিনয় চন্দ্র দত্ত। পুলিশ সূত্রে জানা গেছে, সৌমিক দত্ত নিজের বাড়ি থেকেই গ্রেপ্তার হয়।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শান্তা পলকে ভারতীয় নাগরিক সেজে থাকার জন্য যেসব জাল নথি দরকার ছিল— যেমন আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড ইত্যাদি— তার একাধিকটি তৈরি করতে সাহায্য করেছিল সৌমিক। শুধু তাই নয়, ওই নথিগুলি যাতে সরকারিভাবে বৈধ বলে মনে হয়, সেই দিকেও বিশেষভাবে নজর দিত সে।

অভিযুক্তকে বেশ কিছুদিন ধরেই নজরদারির তালিকায় রেখেছিল পুলিশ। সব তথ্যপ্রমাণ হাতে আসার পরই এআরএস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে জেরা করে জানা হচ্ছে, সে একা এই কাজ করেছে নাকি এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে।

পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে সিআরপিএফ এএসআই গ্রেফতার, জঙ্গি হামলার ছয় দিন আগে পর্যন্ত পহেলগাঁওয়ে

Bangladeshi Citizen arrested : এন্টালিতে ধৃত বাংলাদেশি যুবতীকে গ্রেফতার করে হেফাজতের নির্দেশ আদালতের

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “শান্তা পল কাণ্ডের তদন্ত চলাকালীন আমরা একাধিক ভুয়ো নথির খোঁজ পাই। সেগুলির উৎস ধরতে গিয়েই সৌমিক দত্তের নাম উঠে আসে। তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন খতিয়ে দেখছি, এর সঙ্গে আর কারা জড়িত।”

এই ঘটনার পর সীমান্ত অঞ্চলে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভুয়ো নথির মাধ্যমে ভারতীয় পরিচয় পাওয়ার প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই প্রশাসন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ প্রভৃতি জেলাগুলিতে নজরদারি আরও বাড়িয়েছে।

️ তদন্তের মূল দিক:

  • শান্তা পলের পক্ষে কে বা কারা নথি জোগাড় করেছে

  • কোন কোন সরকারি দফতরের মাধ্যমে এই ভুয়ো নথি তৈরি হয়েছে

  • সীমান্ত অঞ্চলে এই ধরণের কাজ আরও কোথায় চলছে

এই ঘটনায় রাজ্যের প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলি জাল নথি তৈরির পদ্ধতি, নেটওয়ার্ক এবং সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ধরন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন :

কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস, কৃষিতে ক্ষতির আশঙ্কা

পোষ্য কে আর রাখতে পারছেন না, হিংস্র প্রাণীদের খাবার হিসেবে দান করুন : বিতর্কের মুখে চিড়িয়াখানা

ad

আরও পড়ুন: