SE Railway Train Cancellation
ক্লাউড টিভি : সাঁতরাগাছি স্টেশনে চলমান আধুনিকীকরণ এবং নন–ইন্টারলকিংয়ের কাজের কারণে হাওড়া–খড়গপুর ডিভিশনে (SE Railway Train Cancellation) ব্যাপক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত প্রায় ১৯ দিন ধরে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এই দীর্ঘ সময়কালের মধ্যে বাতিল করা হয়েছে ২১২টি লোকাল এবং ২৭টি এক্সপ্রেস ট্রেন।
রেল দফতর সূত্রে জানা যাচ্ছে, এই সময়ের মধ্যে আরও ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল কর্তৃপক্ষের মতে, সাঁতরাগাছি স্টেশনে আধুনিক সিগনালিং ব্যবস্থা এবং ইন্টারলকিং ব্যবস্থা চালুর কাজ চলছে, যা শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল সীমিত (SE Railway Train Cancellation) রাখা হবে।
ভারতের ট্র্যাকে ছুটবে ‘শিনকানসেন’ বুলেট ট্রেন, উপহার দিচ্ছে জাপান
সবচেয়ে বেশি ভোগান্তির দিন হতে চলেছে ১৭ মে। সেই দিন একাই বাতিল হবে ৫৮টি লোকাল ট্রেন। পাশাপাশি, ৩, ৭, ১১ ও ১৮ মে দিনগুলিতে যথাক্রমে ২১, ১৯, ৩৬ এবং ৩২টি ট্রেন বাতিল থাকবে। তবে কিছুটা স্বস্তির খবর, ১২ থেকে ১৪ মে পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে।
এক্সপ্রেস ট্রেনগুলোর তালিকায় বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে:
পুরী–শালিমার এক্সপ্রেস: ৪, ৫, ৬ ও ৭ মে বাতিল।
রূপসী বাংলা এক্সপ্রেস: ৫, ১৭ ও ১৮ মে বাতিল।
পুরী–হাওড়া শতাব্দী এক্সপ্রেস: ১১ মে বাতিল।
উদয়পুর–শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস: ১০ ও ১১ মে বাতিল।
হাওড়া–দিঘা কাণ্ডারী এক্সপ্রেস ও তাম্রলিপ্ত এক্সপ্রেস: ১১ মে বাতিল।
হাওড়া–বোকারো স্টিল সিটি এক্সপ্রেস: ১০ ও ১৭ মে বাতিল।
হাওড়া–পুরী এক্সপ্রেস ও সাঁতরাগাছি–দিঘা স্পেশাল: ১১ ও ১৭ মে বাতিল।
ধৌলি এক্সপ্রেস: ১৭ ও ১৮ মে বাতিল।
আরণ্যক এক্সপ্রেস (শালিমার–বেল পাহাড়ি): ১৭ মে বাতিল।
দিঘাগামী দুটি এক্সপ্রেস ট্রেন: ১৭ ও ১৮ মে বাতিল।
এই ব্যাপক ট্রেন বাতিলের ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রী—সবাইকেই সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষত, পরীক্ষার্থী, কর্মজীবী এবং চিকিৎসার জন্য যাতায়াতকারী যাত্রীরা অসুবিধার মুখে পড়বেন বলে আশঙ্কা।
রেলওয়ের তরফে যাত্রীদের কাছে আগাম পরিকল্পনা (SE Railway Train Cancellation) করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ভিড় এড়াতে ট্রেন বাতিল সংক্রান্ত তথ্য জানাতে বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে প্রতিটি স্টেশনে।
যদিও উন্নত পরিকাঠামোর জন্য এই পদক্ষেপ রেল কর্তৃপক্ষের কাছে আবশ্যিক, তবে এই সময়ের মধ্যে বিকল্প পরিবহণের ব্যবস্থা না থাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
#TrainCancellation #SouthEasternRailway #SatragachiUpdate #RailAlert #PassengerAdvisory
আরও পড়ুন :
“এটা আমার জন্য বড় ব্যাপার ছিল… শাহরুখ খান আমাকে যখন তাঁর নতুন গাড়ি চালাতে দিয়েছিলেন”