Breaking News

Sealdah AC Local Bongaon Krishnanagar

বনগাঁ লোকাল AC, পুজোর আগে শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য সুখবর

শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য পুজোর আগে বড়সড় ঘোষণা। শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট ও শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল ট্রেন। জেনে নিন ভাড়া ও সময়সূচি।

Sealdah AC Local Bongaon Krishnanagar Updates

Sealdah AC Local Bongaon Krishnanagar

ক্লাউড টিভি ডেস্ক : পুজোর আগে শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। সুতরাং এবার আর শুধু রানাঘাট এসি লোকাল নয়। আরও দু’টি রুটে এসি লোকাল শুরু হতে চলেছে। একটি হল- ক) শিয়ালদহ- ভায়া বারাসত – বনগাঁ- রানাঘাট। অন্যটি হল খ) শিয়ালদহ – ভায়া রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন।

রেল সূত্রে খবর, শিয়ালদহ – ভায়া রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল রুটে বেলঘড়িয়া এবং শ্যামনগর স্টেশনটিকে যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে এই দু’টি রুটে এসি লোকাল শুরু হতে চলেছে বলে খবর। সোমবার সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এই দু’টি রুটে নয়া এসি লোকাল শুরু করার কথা জানিয়েছেন। পাশাপাশি ঘোষণা করলেন নয়া ভাড়ার তালিকাও।

নতুন এসি লোকাল রুটসমূহ
১) শিয়ালদহ – ভায়া বারাসত – বনগাঁ – রানাঘাট
২) শিয়ালদহ – ভায়া রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই এই দুটি রুটে এসি লোকাল চালু হবে। সোমবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছেন। পাশাপাশি প্রকাশ করা হয়েছে নতুন ভাড়ার তালিকাও।

কলকাতা ও শহরতলির যাত্রীদের জন্য একটি সুখবর! শীঘ্রই শিয়ালদা মেইন শাখায় চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন।

শিয়ালদহে বাংলায় কথা বলার অপরাধে ছাত্রদের ওপর হামলা, উত্তেজনা কারমাইকেল হোস্টেলে


ভাড়ার তালিকা (শিয়ালদহ থেকে)

শিয়ালদহ – ভায়া বারাসত – বনগাঁ – রানাঘাট

  • বিধাননগর রোড – ৩৫ টাকা

  • দমদম জংশন – ৩৫ টাকা

  • মধ্যমগ্রাম – ৬০ টাকা

  • বারাসাত – ৬০ টাকা

  • দত্তপুকুর – ৮৫ টাকা

  • হাবরা – ৯০ টাকা

  • গোবরডাঙ্গা – ১০৫ টাকা

  • ঠাকুরনগর – ১০৫ টাকা

  • বনগাঁ – ১২০ টাকা

  • মাঝেরগ্রাম – ১৩০ টাকা

  • রানাঘাট – ১৫০ টাকা

শিয়ালদহ – ভায়া রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন

  • বিধাননগর রোড – ৩৫ টাকা

  • বেলঘড়িয়া – ৪০ টাকা

  • সোদপুর – ৬০ টাকা

  • খড়দহ – ৬০ টাকা

  • বারাকপুর – ৬০ টাকা

  • শ্যামনগর – ৮৫ টাকা

  • নৈহাটি – ৯০ টাকা

  • কাঁচরাপাড়া – ৯৫ টাকা

  • কল্যাণী – ৯৫ টাকা

  • চাকদহ – ১০৫ টাকা

  • রানাঘাট – ১২০ টাকা

  • কৃষ্ণনগর সিটি জংশন – ১৪০ টাকা


ট্রেনের সময়সূচি

১) শিয়ালদহ – ভায়া বারাসত – বনগাঁ – রানাঘাট এসি লোকাল

  • রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭:১১

  • বনগাঁ থেকে ছাড়বে সকাল ৭:৫২

  • শিয়ালদহ পৌঁছবে সকাল ৯:৩৭

  • শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যা ৬:১৪

  • বনগাঁ পৌঁছবে রাত ৮:০৪

  • রানাঘাট পৌঁছবে রাত ৮:৪১

২) শিয়ালদহ – ভায়া রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল

  • শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৯:৪৮

  • কৃষ্ণনগর পৌঁছবে দুপুর ১২:০৭

  • কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ১:৩০

  • শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩:৪০

আরও পড়ুন :

নিউজ রিপোর্ট: আমরা কুকুরের চেয়েও খারাপ অবস্থায় আছি: প্যালেস্টাইন নাগরিক

মহিলা বিশ্বকাপে ছেলেদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা করল আইসিসি

ad

আরও পড়ুন: