Breaking News

Sealdah CarmichaelHostel StudentAttack

শিয়ালদহে বাংলায় কথা বলার অপরাধে ছাত্রদের ওপর হামলা, উত্তেজনা কারমাইকেল হোস্টেলে

আক্রান্ত শিক্ষার্থীদের অভিযোগ, “বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে মারধর ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। এরকম ঘটনা কেবল বাংলার বাইরে নয়, এ রাজ্যেও বারবার ঘটছে।”

Sealdah CarmichaelHostel StudentAttack Explained %%page%% %%sep%% %%sitename%%

Sealdah CarmichaelHostel StudentAttack

ক্লাউড টিভি ডেস্ক : কলকাতার শিয়ালদহ অঞ্চলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের আবাসিক ছাত্রদের ওপর নৃশংস হামলার (Sealdah CarmichaelHostel StudentAttack) অভিযোগ উঠল। প্রত্যক্ষদর্শী ও হোস্টেল সূত্রে জানা গেছে, হিন্দিভাষী দোকানদার এবং তাদের সঙ্গে থাকা স্থানীয় দুষ্কৃতীরা ব্যাট, হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে আবাসিকদের উপর হামলা চালায়। অভিযোগ, শিক্ষার্থীদের ‘অপরাধ’ ছিল কেবল বাংলায় কথা বলা।

ঘটনায় কমপক্ষে ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাঁদের কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। একাধিক আহতকে চিকিৎসার পর হোস্টেলে ফিরিয়ে আনা হলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক।

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ: ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ

ট্রাম্প সরকার নতুন করে আন্তর্জাতিক ছাত্রদের জন্য F-1 ছাত্র ভিসার আবেদন গ্রহণ শুরু করল

হঠাৎ এই আক্রমণে চমকে ওঠেন হোস্টেলের সাধারণ আবাসিকরা। তাঁরা দ্রুত সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। প্রতিরোধের মুখে হামলাকারীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। পরে হোস্টেল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা রাতভর শিয়ালদহ অঞ্চলে আতঙ্ক তৈরি করে।

আক্রান্ত শিক্ষার্থীদের অভিযোগ, “বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে মারধর ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। এরকম ঘটনা কেবল বাংলার বাইরে নয়, এ রাজ্যেও বারবার ঘটছে।”
হোস্টেলের শিক্ষার্থীরা রাতভর মুচিপাড়া থানায় অবস্থান করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। ইতিমধ্যে ঘটনার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

আবাসিকদের মতে, উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, এমনকি বাইরের জেলা ও অন্যান্য রাজ্য থেকে পড়তে আসা ছাত্রদের নিরাপত্তা বড় প্রশ্নের মুখে। ছাত্রদের আশঙ্কা, “রাজ্যে সাম্প্রদায়িকতা ও ভেদাভেদের রাজনীতি ক্রমশ বাড়তি জমি পাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ দ্রুত পদক্ষেপ না নিলে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে।”

আরও পড়ুন :

“সুপার ইমার্জেন্সি’র থেকেও ভয়ঙ্কর পদক্ষেপ, ১৩০তম সংবিধান সংশোধনী গণতন্ত্রের উপর হিটলারি আক্রমণ” : মমতা

ইব্রাহিমোভিচের জার্সি উপহার পেয়ে উচ্ছ্বসিত বুমরাহ

ad

আরও পড়ুন: