Breaking News

শিয়ালদহ এসি লোকাল নতুন স্টপেজ

এবার থেকে শিয়ালদহ-রানাঘাট AC লোকাল, বনগাঁ-AC লোকাল থামবে এইসব স্টেশনে গুলিতেও

পূর্ব রেল নতুন সিদ্ধান্তে শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদহ-বনগাঁ এসি লোকালের রুটে যোগ করছে সাতটি নতুন স্টপেজ। ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালু হবে পরিষেবা।

শিয়ালদহ-রানাঘাট ও বনগাঁ এসি লোকালে ৭টি নতুন স্টপেজ, ১৫ সেপ্টেম্বর থেকে চালু

শিয়ালদহ এসি লোকাল নতুন স্টপেজ

ক্লাউড টিভি ডেস্ক : শিয়ালদহ সেকশনে সম্প্রতি চালু হয়েছে এসি লোকাল পরিষেবা। যাত্রীরা এই নতুন ট্রেনে ভ্রমণের সুবিধা পেলেও স্টপেজ নিয়ে কিছুটা অসন্তোষ ছিল। এবার যাত্রীদের দাবি মেনে পূর্ব রেল গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল।

রেল সূত্রে খবর, শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল এখন থেকে বেলঘড়িয়া এবং শ্যামনগর স্টেশনে থামবে। অপরদিকে শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল আরও পাঁচটি স্টেশনে দাঁড়াবে। নতুন যুক্ত স্টেশনগুলি হলো— চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিরা এবং বিরাটি।

এই সিদ্ধান্ত আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তবে প্রাথমিকভাবে এক মাস পরীক্ষামূলকভাবে এই স্টপেজ চালু থাকবে। পূর্ব রেল জানিয়েছে, এই সময়ের মধ্যে কোন স্টেশনে কত যাত্রী উঠছেন বা নামছেন, তা খতিয়ে দেখা হবে। যেসব স্টেশনে যাত্রী সংখ্যা সন্তোষজনক হবে, সেখানে স্থায়ীভাবে ট্রেন থামবে। অন্যথায় ওই স্টপেজ বাতিল করা হবে।

বনগাঁ লোকাল AC, পুজোর আগে শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য সুখবর

কলকাতা ও শহরতলির যাত্রীদের জন্য একটি সুখবর! শীঘ্রই শিয়ালদা মেইন শাখায় চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন।

যাত্রী সংখ্যা বাড়াতে এবং সুবিধা দিতে রেলের এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিশেষ করে অফিস যাত্রীদের মধ্যে এই নতুন স্টপেজগুলো নিয়ে ইতিমধ্যেই আশাবাদ তৈরি হয়েছে। অনেকের মতে, শিয়ালদহ থেকে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় প্রতিদিন ভিড় অত্যধিক হয়। নতুন স্টপেজ যুক্ত হলে যাত্রী চাপ ভাগাভাগি হবে।

অন্যদিকে, রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের প্রতিক্রিয়া ও তথ্য সংগ্রহ করা হবে। এর ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি হবে। এক মাস শেষে পর্যালোচনার রিপোর্টের উপরেই নির্ভর করবে নতুন এই স্টপেজ স্থায়ী হবে কি না।

বিশেষজ্ঞরা মনে করছেন, এসি লোকালের জনপ্রিয়তা বাড়াতে এই সিদ্ধান্ত কার্যকরী হবে। কারণ যাত্রীরা প্রায়ই অভিযোগ করে থাকেন, ভাড়া বেশি হলেও পর্যাপ্ত স্টপেজ নেই। তাই নতুন স্টপেজ যুক্ত হলে যাত্রী সুবিধা যেমন বাড়বে, তেমনি রেলের আয়ও বাড়তে পারে।

শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদহ-বনগাঁ দুই রুটেই প্রচুর অফিসযাত্রী প্রতিদিন ভ্রমণ করেন। যেসব নতুন স্টেশন যুক্ত হয়েছে, তার মধ্যে অনেকগুলো ঘনবসতিপূর্ণ এলাকা। ফলে রেলও আশাবাদী যে পরীক্ষামূলক এই সিদ্ধান্ত স্থায়ী রূপ নেবে।

আরও পড়ুন :

ভারতের নতুন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন, অভিনন্দন জানালেন জগদীপ ধনকর

২০২৯ সাল পর্যন্ত এফসি গোয়া থেকে জয় গুপ্তার সাথে চুক্তিবদ্ধ হলো ইস্টবেঙ্গল

ad

আরও পড়ুন: