SealdahACLocal
ক্লাউড টিভি ডেস্ক : পূর্ব রেলের আওতায় শিয়ালদা স্টেশন থেকে আজ আনুষ্ঠানিকভাবে চালু হল নতুন এসি লোকাল (SealdahACLocal) ট্রেন পরিষেবা। শিয়ালদা-রানাঘাট রুটে এই আধুনিক ট্রেনের উদ্বোধনের মাধ্যমে শহরতলির যাত্রীদের জন্য শুরু হল আরও আরামদায়ক ও দ্রুতগামী যাত্রার সুযোগ।
নতুন এসি লোকালের প্রতিটি কামরা তৈরি হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে, যা কেবল মজবুতই নয়, বরং দীর্ঘস্থায়ী ও নিরাপদ। মোট ১২টি কামরা বিশিষ্ট এই ট্রেনে যাত্রীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, আরামদায়ক আসন, উন্নত মানের এয়ার কন্ডিশনিং, ও আধুনিক আলো-ব্যবস্থা রাখা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই এসি লোকাল মূলত নিয়মিত যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। এতে শুধু গরমের সময় নয়, সারা বছরই আরামদায়ক পরিবেশে যাত্রা সম্ভব হবে।
নতুন এসি লোকালের ভাড়া সাধারণ লোকালের তুলনায় বেশি হলেও, যাত্রীদের জন্য সুলভ হিসেবে ধরা হচ্ছে। ঘোষিত ভাড়া নিম্নরূপ—
শিয়ালদা থেকে দমদম: ₹৩৫
শিয়ালদা থেকে ব্যারাকপুর: ₹৬০
শিয়ালদা থেকে নৈহাটি: ₹৯০
শিয়ালদা থেকে রানাঘাট: ₹১২০
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ভাড়া নির্ধারণে দূরত্ব, স্টপেজ সংখ্যা ও যাত্রী আরামের বিষয়টি বিবেচনা করা হয়েছে।
উদ্বোধনের দিন থেকেই ট্রেনে ওঠা যাত্রীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা গিয়েছে। ব্যারাকপুর থেকে শিয়ালদা যাত্রী অভিষেক দে বলেন, “এসি লোকাল অনেকদিনের দাবি ছিল। এবার যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে।” অন্যদিকে, কিছু যাত্রী ভাড়ার পরিমাণ কিছুটা বেশি বলে মন্তব্য করেছেন, তবে অনেকে মনে করছেন, পরিষেবার মান বিবেচনায় ভাড়া যৌক্তিক।
রেলওয়ে সূত্রে খবর, ভবিষ্যতে এসি লোকালের পরিষেবা আরও বিভিন্ন রুটে চালুর পরিকল্পনা রয়েছে। যাত্রীদের চাহিদা, রুটের ভিড় ও রেল অবকাঠামো বিবেচনা করে এই সম্প্রসারণ করা হবে।
বীরভূমের কঙ্কালীতলায় শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্তদের ঢল