SealdahTrainUpdate
ক্লাউড টিভি ডেস্ক | ৩০ জুলাই ২০২৫ : দীর্ঘদিন ধরেই শিয়ালদহ ডিভিশনের ট্রেনযাত্রীরা অতিরিক্ত ভিড় ও চাপের অভিযোগ করে আসছেন। প্রতিদিন লক্ষাধিক যাত্রী এই ডিভিশনের বিভিন্ন লাইনে যাতায়াত করেন। আর সেই চাহিদা মেটাতে এবার বড় পদক্ষেপ নিল পূর্ব রেল (SealdahTrainUpdate)। বনগাঁ, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বারাসত শাখায় ট্রেন পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে ডিভিশনের বিভিন্ন রুটে যাত্রীসংখ্যা ও ট্রেনের চাপ নিয়ে পর্যালোচনা করেন। এরপরই ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
মোট ১০টি অতিরিক্ত ট্রেন শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় ইতিমধ্যেই যুক্ত হয়েছে।
মূলত বনগাঁ, ক্যানিং, ডায়মন্ড হারবার, বারাসত, দমদম ক্যান্টনমেন্ট এবং বিধাননগর স্টেশনকেন্দ্রিক রুটগুলোতে ট্রেন বাড়ানো হচ্ছে।
চাপ কমাতে বিধাননগর এবং কল্যাণী স্টেশনকে বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে।
যেমন:
বিধাননগর থেকে কল্যাণী
কল্যাণী থেকে বিধাননগর — এই দুটি নতুন ট্রেন চালু হচ্ছে, যাতে শিয়ালদহে চাপ কমে।
কেন এই সিদ্ধান্ত?
বর্তমানে শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন ৯২৫টির বেশি লোকাল ট্রেন চলাচল করে।
কিন্তু যাত্রীর সংখ্যার তুলনায় তা পর্যাপ্ত নয়।
শিয়ালদহের পরিবর্তে বিধাননগর ও অন্যান্য স্টেশনকে অন্তিম স্টেশন হিসাবে তৈরি করা হচ্ছে। এতে কেন্দ্রীয় স্টেশনে যাত্রীদের চাপ কিছুটা কমবে।
রেল বোর্ড থেকেও এই পরিকল্পনার জন্য ছাড়পত্র মিলেছে।
ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন পরীক্ষায় সফল, আগস্টেই রেলে নামছে পরিবেশবান্ধব ট্রেন!
️ ভবিষ্যৎ পরিকল্পনা
ট্রেন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি টাইমটেবিল পুনর্গঠন,
স্টেশন প্ল্যাটফর্মে ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা,
এবং ডিজিটাল ডিসপ্লে ও অনলাইন তথ্য ব্যবস্থার আধুনিকীকরণ-এর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা জানান:
“শিয়ালদহ ডিভিশনে প্রতিদিনের যাত্রীর সংখ্যা বিশাল। সেই চাপ সামাল দিতে আমাদের ট্রেন সংখ্যা ও রুট প্ল্যানিংয়ে পরিবর্তন আনতেই হচ্ছে। বিধাননগর, দমদম, ক্যানিং, বনগাঁ— সব রুটেই মানুষের সুবিধার কথা ভেবে ট্রেন বাড়ানো হচ্ছে।”
দিনে-দিনে জনসংখ্যা ও যাতায়াতের চাহিদা বাড়তে থাকায় এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে কলকাতা যাতায়াত করা এক যাত্রী বলেন:
“সকালের ট্রেনের ভিড় অসহনীয় হয়ে উঠেছিল। নতুন ট্রেন এলে অন্তত দাঁড়িয়ে যাতায়াতের কষ্টটা কিছুটা কমবে।”
আরও পড়ুন :
নবী মুম্বাইয়ে দশম শ্রেণীর ছাত্রকে ইনস্টাগ্রামে অর্ধনগ্ন অবস্থায় ভিডিও কল: শিক্ষিকা গ্রেফতার
অস্ট্রেলিয়ায় ইউটিউব নিষিদ্ধ: ১৬ বছরের কম বয়সীরা আর খুলতে পারবে না অ্যাকাউন্ট