Breaking News

ShiboprosadMukherjee MadanMitra

বড় ঘটনার ইঙ্গিত? শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও মদন মিত্র একসঙ্গে রথ টানলেন!

জল্পনা উড়িয়ে দিলেন শিবপ্রসাদ নিজেই ।

ShiboprosadMukherjee MadanMitra Together at Rath %%page%% %%sep%% %%sitename%%

ShiboprosadMukherjee MadanMitra

ক্লাউড টিভি ডেস্ক : রথের দিনেই দেখা গেল বিরল দৃশ্য। বেলঘরিয়ায় রথের রশিতে একসঙ্গে টান দিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র (ShiboprosadMukherjee MadanMitra)। শুধু রথ টানাই নয়, দু’জনকে একই মঞ্চে বক্তব্য রাখতেও দেখা গিয়েছে। এই ঘটনার পর থেকেই জল্পনা শুরু—তবে কি মদন মিত্র পরিচালকের আসন্ন ছবিতে অভিনয় করছেন? না কি শিবপ্রসাদ রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন?

তবে এই সমস্ত জল্পনায় জল ঢেলে শিবপ্রসাদ সাফ জানিয়ে দিলেন,

 “এ রকম কিছুই ঘটছে না। ফলে, এই প্রশ্নের কোনও উত্তরও নেই।”

তাঁর এই মন্তব্যে স্পষ্ট, আপাতত কোনও রাজনৈতিক পরিকল্পনা নেই পরিচালকের। আবার এটাও স্পষ্ট যে, এমন ঘটনায় নতুন জল্পনা তৈরি হওয়াটাও অস্বাভাবিক নয়। কারণ, রাজনীতির সঙ্গে চলচ্চিত্র জগতের সম্পর্ক নতুন কিছু নয়।

এদিন বেলঘরিয়ার রথযাত্রা উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন দুই বিশিষ্ট ব্যক্তি—একজন রাজনীতিবিদ, অন্যজন বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক।

ঘরের বাগানের ফল ও নতুন পোশাক ভগবানকে মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, দিঘায় জগন্নাথদেবের রথযাত্রা দেখতে উপচে পড়েছে ভিড়

“যদি নোবেল দিলে উনি চুপ থাকেন, তবে তা দেওয়া হোক”— ট্রাম্পকে ব্যঙ্গ করে টুইট চলচ্চিত্র পরিচালকের!

এই এক ফ্রেমেই ধরা পড়ল রাজনীতি ও সিনেমার এক সম্ভাব্য সমীকরণ, যার ভবিষ্যৎ কী—তা সময়ই বলবে।

আরও পড়ুন :

জিথিন এমএস চুক্তির মেয়াদ বাড়ালেন, ২০২৮ পর্যন্ত থাকছেন নর্থইস্ট ইউনাইটেডে

৩০০ গোলে সবচেয়ে দ্রুত আরলিং হল্যান্ড, পেছনে ফেললেন এমবাপ্পে-মেসি-রোনালদোকে

ad

আরও পড়ুন: