Breaking News

BulaChowdhury PadmaShri MedalTheft

সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি, পদ্মশ্রী-রাষ্ট্রপতি পুরস্কারের মেডেল উধাও

বাংলার প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়ি থেকে পদ্মশ্রী ও রাষ্ট্রপতি প্রদত্ত পদকসহ একাধিক পুরস্কার চুরি হয়ে গেল। এর আগেও বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

BulaChowdhury PadmaShri MedalTheft Shocks Community %%page%% %%sep%% %%sitename%%

BulaChowdhury PadmaShri MedalTheft

ক্লাউড টিভি ডেস্ক : বাংলার গর্ব, আন্তর্জাতিক সাঁতারু ও প্রাক্তন বিধায়ক বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি (BulaChowdhury PadmaShri MedalTheft) হয়ে গেল তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ—পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি প্রদত্ত পদক সহ অসংখ্য আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার। শুধু তাই নয়, বাড়ি থেকে উধাও হয়েছে সোনা-রুপো-ব্রোঞ্জের মেডেল এবং বিদেশি সন্মাননাও। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হুগলির হিন্দমোটরে তাঁর বাড়িতে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা বাড়ির পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে। এরপর ঘরের আলমারি ও শোকেস ভেঙে চুরি করে নিয়ে যায় পদক, মেডেল, বিদেশি ট্রফি ও দামি জিনিসপত্র। বাড়ির একাধিক ঘর তছনছ করে রেখে যায় চোরেরা।

বর্তমানে বুলা চৌধুরী কলকাতায় থাকেন, তবে প্রায়ই তিনি উত্তরপাড়ার হিন্দমোটরের এই বাড়িতে আসতেন। সেখানে থাকতেন তাঁর দাদা-বৌদি। পরিবারের অভিযোগ, বাড়িটি দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীদের নিশানায়। এর আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে। তখন পুলিশের কাছে অভিযোগ করা হলে বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছিল। কিন্তু পরে সেই ব্যবস্থা তুলে নেওয়া হয়। ফলে বাড়িটি কার্যত ফাঁকাই পড়ে থাকে, আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছে চোরেরা।

ঘটনার খবর পাওয়া মাত্রই উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি আলি রাজা সহ উচ্চপদস্থ পুলিশকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বাড়ির ভিতর ও আশপাশে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা পরিকল্পনা করেই বাড়িতে ঢুকেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একাধিক লোক মিলে এই চুরির ঘটনা ঘটিয়েছে। চুরির সময় বাড়িতে থাকা দাদা-বৌদি ঘরে ঘুমিয়ে ছিলেন, তাই কিছু টের পাননি।

ট্যুর দ্য ফ্রান্সে কোফিদিসের ১১টি LOOK বাইক চুরি – কী ঘটলো ও পরিণতি কী?

ট্রাম্প কি নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন? নেতানিয়াহুর মনোনয়ন ঘিরে বিতর্ক ও বাস্তবতা

উল্লেখ্য, বুলা চৌধুরী ১৯৯০ সালে এশিয়ান গেমসে সাফল্য অর্জন করেন এবং ২০০৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। রাষ্ট্রপতির কাছ থেকেও একাধিকবার পুরস্কার পেয়েছেন তিনি। বিশ্বের অন্যতম সেরা দীর্ঘ দূরত্বের সাঁতারু হিসেবে পরিচিত বুলা চৌধুরী ইংলিশ চ্যানেল একাধিকবার পেরিয়েছিলেন। সেই কারণে এই পুরস্কার ও পদক শুধু তাঁর নয়, গোটা বাংলারই গর্ব। সেগুলি হারিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা।

স্থানীয়দের দাবি, এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো দরকার। তারা বলেন, “এটি কোনও সাধারণ চুরি নয়, পরিকল্পিতভাবে হয়েছে। আগে একাধিকবার এই বাড়িতে চুরি হয়েছে। এবার তো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও উধাও। এটা লজ্জাজনক।”

পুলিশ বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি পুরনো চুরির সঙ্গে জড়িত দুষ্কৃতীদেরও নজরে রাখা হচ্ছে। বাড়ির লোকজনের কাছ থেকেও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন :

ভারতের প্রথম ব্যাক্তিগত অলিম্পিক স্বর্ণজয়ী এখন IOC র মানসিক স্বাস্থ্য দূতের ভূমিকায়

‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’: অনন্ত সিংয়ের গল্পে টলিউডে ফিরছেন জিৎ

ad

আরও পড়ুন: