Breaking News

SiddhantaDas

ঠাকুরপুকুরে গাড়ি দুর্ঘটনা: কে এই ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস

"পুরস্কার দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী"-ঠাকুরপুকুরে ৬ জনকে পিষে দেওয়া মত্ত পরিচালক ভিক্টো আসলে কে?

SiddhantaDas: The Director Involved in Controversy %%page%% %%sep%% %%sitename%%

SiddhantaDas

ক্লাউড টিভি ডেস্ক :  রবিবার সকাল সাড়ে নটা নাগাদ ঠাকুরপুকুর বাজারের ব্যস্ত রাস্তায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ছোটপর্দার পরিচিত মুখ, পরিচালক সিদ্ধান্ত দাস (SiddhantaDas) ওরফে ভিক্টোর গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন ৬ জন পথচারী। তাঁদের মধ্যে একজন পরে হাসপাতালে মারা যান। ঘটনার পরপরই পুলিশ ভিক্টোকে গ্রেফতার করে। সোমবার আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

ঘটনার পরে টলিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় উঠেছে ক্ষোভের ঝড়। মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য কটাক্ষের মুখে পড়েছেন পরিচালক ভিক্টো। কেউই তাঁর পাশে দাঁড়াতে রাজি নন।

ব্যাটম্যান ফরএভার : হলিউড তারকা ভ্যাল কিলমার চলে গেলেন না ফেরার দেশে

Adopted Daughter জন্মের পরিচয় খুঁজে দেখেন—ফেসবুক ফ্রেন্ডলিস্টেই ছিলেন বাবা

কে এই ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস (SiddhantaDas)?

সম্প্রতি সান বাংলায় শুরু হওয়া ধারাবাহিক ‘ভিডিও বৌমা’-র পরিচালক হিসেবে কাজ করছিলেন ভিক্টো। এর আগে রাজ চক্রবর্তীর প্রযোজনায় তৈরি ‘গোধূলি আলাপ’ সিরিয়ালটির পরিচালনাও করেছিলেন তিনি। যদিও সেই ধারাবাহিক তেমন সাফল্য পায়নি, তবু এই কাজের জন্য তিনি সেরা পরিচালকের সম্মান পেয়েছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করেন।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, ভিক্টোর (SiddhantaDas) বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেই তিনি মাদকাসক্ত বলে খবর। একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। যদিও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গত তিন বছর ধরে এক নারীর সঙ্গেই তাকে নিয়মিত দেখা গেছে, যিনি স্ত্রী না প্রেমিকা, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার দিন কী ঘটেছিল?

শনিবার রাতে দক্ষিণ কলকাতার এক নামী শপিং মলের পাবে চলে পার্টি। সেখানে উপস্থিত ছিলেন ভিক্টো ছাড়াও ‘ভিডিও বৌমা’-র মুখ্য অভিনেতা আরিয়ান ভৌমিক, স্যান্ডি সাহা, অভিনেতা ঋ এবং সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। রাতভর মদ্যপানের পরে তারা আরিয়ানের বাড়িতে যান, সেখানে ফের মদের আসর বসে।

সেই অবস্থাতেই রবিবার সকালে ভিক্টো (SiddhantaDas) গাড়ি নিয়ে বের হন। গাড়িতে তখন শুধু শ্রিয়া বসু ছিলেন। ঠাকুরপুকুর বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঢুকে পড়ে ব্যস্ত রাস্তায় এবং ছয়জনকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল।

পুলিশ ঘটনাস্থল থেকেই পরিচালককে গ্রেফতার করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুঃখজনকভাবে, আহতদের মধ্যে একজন পরে মারা যান। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় এখনও তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টলিপাড়ার প্রতিক্রিয়া

এই ঘটনায় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে জানিয়েছেন, তাঁরা ভিক্টোর পক্ষে কোনো সহানুভূতি রাখছেন না। পরিচালকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে ইন্ডাস্ট্রির বিভিন্ন মহল থেকে।

টেলি জগতে প্রভাবশালী একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও ভিক্টোর (SiddhantaDas) বেপরোয়া আচরণ এখন তাঁর ক্যারিয়ারকেই প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে।

#VictorDas #SiddhantaDas #ThakurpukurAccident #BengalDirectorArrested #VideoBouma #TollywoodNews #CloudTVReport #DrinkAndDrive #JusticeForVictims

আরও পড়ুন :

Jeet:”বাংলায় কাজ করাটাই আমার জন্য বেশি চ্যালেঞ্জিং।”এ কথা কেনো বললেন সুপারস্টার জিৎ?

BREAKING: ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনার জেরে কাজ খোয়ালেন স্যান্ডি সাহা। ঋ-এর পরিবর্তে আসছে অন্য মুখ।

Facebook : https://www.facebook.com/CloudtvNews
Instagram : https://www.instagram.com/cloudtvnews/
x (twitter) : https://x.com/cloudTV_NEWS
Youtube: @cloud.tv24x7

ad

আরও পড়ুন: