SikkimAccident
উত্তর সিকিম, ২৯ মে ২০২৫ : পর্যটনে রঙিন সিকিম বৃহস্পতিবার রাতে পরিণত হল আতঙ্ক আর কান্নায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে হাজার ফুট নীচে পড়ে গেল পর্যটকদের একটি গাড়ি (SikkimAccident)। তিস্তা নদীতে গাড়িটি পড়ে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়েরা। রাত থেকে উদ্ধারকাজ চলছে। তবে খারাপ আবহাওয়ার কারণে বার বার উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এখনও অনেকের খোঁজ মেলেনি। উদ্ধার করা গিয়েছে শুধু দু’জনকে। তাঁদের গ্যাংটকের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন পশ্চিমবঙ্গ-সহ তিন রাজ্যের বাসিন্দা।
দুর্ঘটনাটি ঘটে লাচেন যাওয়ার পথে চুংথাং-এর কাছে, যেখানে রাস্তা অত্যন্ত সরু এবং ঝুঁকিপূর্ণ। বৃহস্পতিবার রাতে অতিরিক্ত বৃষ্টি এবং পিচ্ছিল রাস্তার কারণেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে গভীর খাদে পড়ে এবং সরাসরি গিয়ে পড়ে উত্তাল তিস্তা নদীতে। ছিলেন মোট ১১ জন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ওড়িশার পর্যটকদের তিনটি দল ওই গাড়ি ভাড়া করেছিলেন। কিন্তু আবহাওয়া প্রতিকূল ছিল। রাতের রাস্তায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। ভারসাম্য হারিয়ে গাড়িটি খাদের দিকে এগিয়ে যায়। গড়িয়ে পড়ে হাজার ফুট নীচে।
আহতদের উদ্ধার করে গ্যাংটকের হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু তাঁদের অবস্থা সঙ্কটজনক বলেই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।
বই পড়ে ও টিভি,রেডিও মেরামত করে কারাগারে দিন কাটাচ্ছেন রবিনহো
বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের ভারতীয় উত্তর-পূর্ব দখলের হুমকি: কূটনৈতিক উত্তেজনার নতুন মাত্রা
ঘটনার পরই এলাকায় নামে সেনাবাহিনী, সিকিম পুলিশ, SDRF এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। একটি নারী পর্যটকের মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকিদের খোঁজে চলছে ড্রোন সার্চ, সোনার, ডুবুরি এবং বোট-এর সাহায্যে তল্লাশি।
তবে নদীর প্রবল স্রোত এবং আবহাওয়ার প্রতিকূলতা উদ্ধারকার্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সেনা সূত্রে জানানো হয়েছে, গাড়ির ধ্বংসাবশেষ এখনও পর্যন্ত দেখা যায়নি, সম্ভবত গাড়িটি অনেকটা ভেসে গেছে নদীর নিচ দিয়ে।পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যেই নামের তালিকা তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উত্তরবঙ্গ থেকে বিশেষ রেসকিউ দল পাঠানো হয়েছে সিকিমে।
উত্তর সিকিম জেলা প্রশাসক জানিয়েছেন:
“রাস্তাটি ছিল ঝুঁকিপূর্ণ। অতিবৃষ্টি ও পাথর খসে পড়ার সম্ভাবনা ছিল। স্থানীয়দের আগেই সতর্ক করা হয়েছিল। পর্যটকদের রুট প্ল্যান পরিবর্তনের অনুরোধও করা হয়েছিল।”
উত্তরবঙ্গে গত কয়েক দিন ধরে আবহাওয়া খারাপ। সিকিমেও প্রবল বৃষ্টি চলছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায়। সিকিমও তার ব্যতিক্রম নয়।
আরও পড়ুন :
শেহবাজ শরিফের বিস্ফোরক দাবি: পাকিস্তান হামলার আগে ভারত ছুড়েছিল ব্রহ্মোস!
ভারতের ‘কালাদান’ প্রজেক্ট: বাংলাদেশের উপর নির্ভরতা ছেড়ে উত্তর-পূর্বে পৌঁছনোর নতুন রাস্তা