Soumitrisha Kundu Malaria
ক্লাউড টিভি ডেস্ক : টেলিভিশন এবং ওয়েব দুনিয়ার জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরে ম্যালেরিয়া ধরা পড়েছে বলে পরিবার এবং চিকিৎসক সূত্রে জানা গেছে। অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই ভক্ত এবং অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
সৌমিতৃষার শারীরিক অবস্থা কয়েকদিন ধরে ভালো ছিল না। প্রথমে জ্বর, শরীরে দুর্বলতা এবং ঘুমের সমস্যা দেখা দেয়। সাধারণ ভাইরাল জ্বর ভেবে চিকিৎসা চলছিল। কিন্তু পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় ম্যালেরিয়া নিশ্চিত হয়। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দিয়েছেন।
চিকিৎসা সূত্রে জানা গেছে—
সংক্রমণ ধরা পড়েছে প্রাথমিক পর্যায়ে
অবস্থা এখন স্থিতিশীল
৭-১০ দিন পর্যবেক্ষণ জরুরি
বাড়তি ক্লান্তি ও দুর্বলতা কাটাতে সময় লাগবে
চিকিৎসকেরা জানিয়েছেন, “চোট বা সংক্রমণ যত তাড়াতাড়ি ধরা পড়ে, তত দ্রুত চিকিৎসা কাজে দেয়। সৌমিতৃষার ক্ষেত্রেও তা হয়েছে। তবে এখন তাঁকে কোনওভাবেই কাজের চাপ নিতে দেওয়া যাবে না।”
মহিলা ওয়ান ডে বিশ্বকাপের উদ্বোধনীতে শ্রেয়া ঘোষালের গান, ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ
‘গৌতম যেখানে যাবেন, হার্ষিতও থাকবেন’ : ডিনার পার্টি ঘিরে তীব্র বিতর্ক
আগামীদিনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। প্রযোজক এবং আয়োজকদের তরফে নিশ্চিত করা হয়েছে যে অসুস্থতার কারণে তাঁর সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
অনেকেই মনে করেছিলেন, মেগা ইভেন্টে তাঁর উপস্থিতি উৎসবের অন্যতম আকর্ষণ হবে। কিন্তু তাঁর স্বাস্থ্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
খবরটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা।
“শিগগির সুস্থ হয়ে ওঠো,”
“দিদি ফিরো সেটে,”
“এ তুমি নয়, শক্ত থাকো”
—এই ধরনের বার্তা ভরে গেছে তাঁর ইনস্টাগ্রাম ও টুইটার টাইমলাইনে।
সৌমিতৃষা বর্তমানে একাধিক সিরিজ, সিনেমা ও ব্র্যান্ড শ্যুটে যুক্ত। টানা শিডিউল, রাতজাগা শ্যুট এবং প্রচারাভিযানের কারণে শরীরের উপর প্রচুর চাপ পড়ছিল বলে জানা গেছে।
শিল্পী মহল বলছে—
“সৌমিতৃষা পর্দায় যেমন প্রাণবন্ত, বাস্তবেও তেমনই কর্মঠ। তাই এমন অসুস্থ হয়ে পড়া তাঁর জন্য মানসিকভাবে কঠিন।”
এখন যা সবচেয়ে প্রয়োজন
পর্যাপ্ত বিশ্রাম
নিয়মিত মেডিক্যাল চেকআপ
খাদ্য সতর্কতা
স্ট্রেস এড়িয়ে চলা
পরিবার জানিয়েছে, আপাতত তিনি বাইরে থেকে দেখা বা কথা বলা বন্ধ রেখেছেন।
আরও পড়ুন :
মহিলাদের বিশ্বকাপ জয়ী দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি, দিল্লিতে বিশেষ সাক্ষাৎ
দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী পুজোর পশু উৎসর্গে কড়া হস্তক্ষেপ: কলকাতা হাইকোর্টের নির্দেশ