Breaking News

সৌরভ গাঙ্গুলি এথনিক পোশাক ব্র্যান্ড

শালবনিতে স্টিল প্ল্যান্ট তৈরির ঘোষণার ঠিক দু বছরের মাথায় সৌরভ গাঙ্গুলি নিয়ে আসলেন এথনিক পোশাক ব্র্যান্ড ‘সৌরাগ্যা’

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি চালু করলেন নিজের এথনিক পোশাক ব্র্যান্ড ‘সৌরাগ্যা’। উদ্বোধনীতে নিজেই র‍্যাম্পে হাঁটলেন তিনি।

সৌরভ গাঙ্গুলি লঞ্চ করলেন এথনিক পোশাক ব্র্যান্ড ‘সৌরাগ্যা’

সৌরভ গাঙ্গুলি এথনিক পোশাক ব্র্যান্ড

ক্লাউড টিভি ডেস্ক : ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি শুধু ক্রিকেট মাঠেই নন, এবার ফ্যাশন দুনিয়াতেও চমক দিলেন। সম্প্রতি তিনি চালু করলেন নিজের এথনিক পোশাক ব্র্যান্ড ‘সৌরাগ্যা’ (Souragya)। উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে বিস্মিত করে সৌরভ নিজেই র‌্যাম্পে হাঁটলেন। একসময়ের আগ্রাসী ওপেনারকে এই নতুন রূপে দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত।

সৌরভ গাঙ্গুলি জানান, তাঁর বহুদিনের ইচ্ছা ছিল এ ধরনের একটি পোশাক ব্র্যান্ড চালু করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। ব্র্যান্ডের মূল উদ্দেশ্য হবে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাককে আধুনিক আঙ্গিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। কুর্তা, পাজামা, শেরওয়ানি এবং অন্যান্য এথনিক পোশাকের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের রুচি ও ট্রেন্ডকে গুরুত্ব দেওয়া হবে। ফলে ভারতীয় ঐতিহ্য বজায় থাকবে, একই সঙ্গে আধুনিক ডিজাইনের ছোঁয়া যুক্ত হবে।

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং পিছোল, ২০২৬-এ শুরু শুটিং প্রস্তুতি

সিএবি প্রেসিডেন্ট পদে আবারও লড়াইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রশ্ন উঠছে এবারও সরে যাবেন কি?

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেক নামী ডিজাইনার এবং মডেল। র‌্যাম্পে হাঁটার সময় সৌরভকে দেখা যায় গাঢ় রঙের শেরওয়ানি এবং ঐতিহ্যবাহী পোশাক পরে। দর্শকরা একসময়ের ক্রিকেট অধিনায়ককে একেবারে নতুন অবতারে দেখে হাততালি দিতে ভোলেননি। অনেকের মতে, সৌরভের এই পদক্ষেপ নতুন উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণা হবে।

ফ্যাশন ব্র্যান্ড চালু করা সৌরভ গাঙ্গুলির জন্য কেবল ব্যক্তিগত স্বপ্নপূরণ নয়, বরং একটি কৌশলগত ব্যবসায়িক সিদ্ধান্তও। ক্রিকেটের বাইরে বিভিন্ন ক্ষেত্রে তিনি ইতিমধ্যেই কাজ করেছেন। বিজ্ঞাপন, টিভি শো থেকে শুরু করে ক্রীড়া প্রশাসনে নেতৃত্ব—সবেতেই তিনি সফল। এবার ফ্যাশন ব্যবসায় পা রেখে তিনি প্রমাণ করলেন, বহুমুখী প্রতিভা নিয়ে তিনি সবক্ষেত্রে আত্মপ্রকাশ করতে সক্ষম।

সৌরভের মতো ব্যক্তিত্ব যখন নতুন কোনো উদ্যোগ নেন, তখন ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়। কলকাতা এবং ভারতীয় ফ্যাশন মার্কেটে এই ব্র্যান্ড কতটা সফল হবে, তা সময়ই বলবে। তবে ক্রিকেটের ‘দাদা’র নাম এবং জনপ্রিয়তা ব্র্যান্ডটিকে দ্রুত পরিচিতি দেবে, এ বিষয়ে বিশেষজ্ঞরা একমত।

সৌরভ গাঙ্গুলি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে ব্র্যান্ডটিকে দেশজুড়ে এবং আন্তর্জাতিক বাজারেও পৌঁছে দেওয়া হবে। অনলাইন প্ল্যাটফর্ম এবং রিটেল আউটলেটের মাধ্যমে ক্রেতারা সহজেই ব্র্যান্ডের পোশাক কিনতে পারবেন। এছাড়া ফেস্টিভ সিজনে নতুন কালেকশন লঞ্চের পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন :

Apollo Tyres ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সর, ম্যাচে প্রতি দেবে প্রায় ₹৪.৫ কোটি

২০২৬ সাল থেকে CBSE বোর্ড পরীক্ষা হবে বছরে দু’বার, প্রথম দফার পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। দ্বিতীয় দফা মে মাসে

ad

আরও পড়ুন: