Sovan Ratna DivorceCase
ক্লাউড টিভি ডেস্ক: দীর্ঘ আট বছরের টালবাহানার পরও নিষ্পত্তি হলো না শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলা। আলিপুর আদালতে চলা এই বহুল আলোচিত মামলার খারিজ (Sovan Ratna DivorceCase) করা হয়েছে। ফলে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকা এই ডিভোর্স লড়াই আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।
২০১৭ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন শোভন চট্টোপাধ্যায়। রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একাধিক কারণে তখন আলোচনায় উঠে আসেন তিনি। স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন তখন প্রকাশ্যে চলে আসে। একই সময়ে শোভনের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়েও কম বিতর্ক হয়নি। সেই প্রেক্ষিতেই আদালতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের আবেদন করেন তিনি।শোভনের সঙ্গে থাকতে চান বলে আদালতে পাল্টা আবেদন করেন রত্না। কিন্তু, আজ আদালত ২ জনের আবেদনই খারিজ করে দেয়। পুত্র ঋষিকে নিয়ে এদিন আদালতে আসেন রত্না চট্টোপাধ্যায়।
এসএফআই ছাত্রনেত্রীকে ফাঁকা ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব : প্রতিবাদে সংগঠন ছাড়লেন, তোলপাড় রাজ্য রাজনীতি
আলিপুর আদালত এই মামলায় বুধবার জানায়, উভয় পক্ষের করা আবেদন গ্রহণযোগ্য নয়। এর ফলে মামলা কার্যত স্থগিত হয়ে যায়। আইনজীবীদের মতে, আদালতের নির্দেশে এখন আবারও নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে। দীর্ঘদিন ধরে চলা এই মামলার নিষ্পত্তি কবে হবে, সে প্রশ্ন থেকেই গেল।
শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বারবার সামনে এসেছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক পরিসরেও এই সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। স্বাভাবিকভাবেই রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে চলা ডিভোর্স মামলার সঙ্গে বৈশাখী প্রসঙ্গও জড়িয়ে যায়। ফলে মামলাটি শুধু একটি পারিবারিক বিষয় না থেকে জনজীবনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রাজনীতির মঞ্চে দীর্ঘ সময় প্রভাব বিস্তার করেছেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মেয়র এবং তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবেও তিনি পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনের ওঠাপড়া তাই জনসাধারণের দৃষ্টি এড়ায়নি। আদালতের প্রতিটি শুনানিই নতুন করে সংবাদমাধ্যমে শিরোনাম তৈরি করেছে। এবারও তার ব্যতিক্রম হলো না।
আইনজীবীদের মতে, আদালতের নির্দেশের ফলে উভয় পক্ষকেই নতুন করে আবেদন করতে হবে অথবা অন্য কোনো আইনি পদক্ষেপ নিতে হবে। আপাতত মামলার শুনানি স্থগিত হওয়ায় দ্রুত সমাধান পাওয়ার আশা ক্ষীণ। এই পরিস্থিতিতে শোভন–রত্নার বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তি আরও দীর্ঘায়িত হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন :
কুড়িয়ে পাওয়া বালিশে রক্তে লেখা ‘১১০৬২৫’, ডেলিভারি বয়ের বুদ্ধিতে বেঁচে গেলেন এক মহিলা
ভবিষ্যতে টেলর ভাঙতে পারেন মেসির ৪০ মিনিটে এক কোটির রেকর্ড, কিভাবে !