Breaking News

SSC case

SSC case : ‘যোগ্য’ শিক্ষকরা ফিরবেন স্কুলে, বাদ পড়ছেন অশিক্ষক কর্মীরা — শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্টের নির্দেশ

অশিক্ষক কর্মীদের (গ্রুপ-সি ও গ্রুপ-ডি) জন্য এখনই ফিরতি রাস্তা খোলা হচ্ছে না

SSC Case: Supreme Court Delivers Important Ruling %%page%% %%sep%% %%sitename%%

SSC case

ক্লাউড টিভি ডেস্ক : চাকরি হারানোর দুশ্চিন্তার মাঝেই খানিক স্বস্তির নিঃশ্বাস ‘যোগ্য’ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের একাংশের জন্য। অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট (SSC Case)। শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিল, যাঁরা নিযুক্তির ক্ষেত্রে ‘যোগ্য’ বলে প্রমাণিত হয়েছেন, তাঁরা আপাতত কাজে ফিরতে পারবেন। তবে অশিক্ষক কর্মীদের (গ্রুপ-সি ও গ্রুপ-ডি) জন্য এখনই ফিরতি রাস্তা খোলা হচ্ছে না। পাশাপাশি ৩১ ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

‘যোগ্যদের’ জন্য খোলা স্কুলের দরজা

শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় (SSC Case) সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁদের নাম মেরিট লিস্টে ছিল এবং যাঁরা কোনও ঘুষ বা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে বিচারাধীন কাগজপত্রে প্রমাণিত, সেই প্রার্থীদের ফের স্কুলে পাঠানো যেতে পারে। এই শিক্ষকদের চাকরি পুনর্বহাল করা যাবে, তবে তা হবে শুধুমাত্র “অন্তর্বর্তীকালীন ব্যবস্থা” হিসেবে। অর্থাৎ চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এ নিয়োগ বহাল থাকবে।

অশিক্ষক কর্মীদের জন্য কোনও ছাড় নয়

অন্যদিকে, গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগে গুরুতর অনিয়ম ধরা পড়ায়, আপাতত সেই পদে নিযুক্ত কর্মীদের কাজে ফিরতে সুপ্রিম কোর্ট সম্মতি দেয়নি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এই নিয়োগে মেধা ও স্বচ্ছতার ঘাটতি এতটাই স্পষ্ট যে, এখনই কাউকে স্বস্তি দেওয়া সম্ভব নয়। ফলে হাজার হাজার অশিক্ষক কর্মীর ভবিষ্যত এখনও অনিশ্চিত।

Suvendu on SSC Verdict: একইসঙ্গে মমতা-অভিষেকের যোগসাজশেই চাকরি বিক্রি হয়েছে বলে বিস্ফোরক দাবি শুভেন্দুর

IPL 2025 New Rules – আইপিএল নতুন নিয়মে

 

নিয়োগ সম্পূর্ণ করতে সময়সীমা বেঁধে দিল আদালত

শুধু এই নির্দেশেই থেমে থাকেনি সুপ্রিম কোর্ট। তারা জানিয়ে দিয়েছে, ২০২5 সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্তভাবে শেষ করতে হবে। যদি এর মধ্যে নিয়োগ (SSC Case) শেষ না হয়, তবে রাজ্য সরকার ও এসএসসি-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আদালত হুঁশিয়ারি দিয়েছে। বিচারপতিরা স্পষ্ট ভাষায় বলেছেন, “নিয়োগ নিয়ে আর দেরি সহ্য করা হবে না। জনগণের অধিকার লঙ্ঘন হতে দেওয়া যাবে না।”

রাজ্য সরকারের প্রতিক্রিয়া

রাজ্য সরকারের আইনজীবীরা আদালতে জানান, তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাচ্ছেন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। তবে অশিক্ষক কর্মীদের ব্যাপারে নতুন করে চিন্তা করা হবে কিনা, সে বিষয়ে এখনই কিছু বলেননি রাজ্যের প্রতিনিধিরা।

প্রভাব শিক্ষাক্ষেত্রে

এই নির্দেশে আংশিক স্বস্তি পেলেও, পুরো শিক্ষক ও অশিক্ষক নিয়োগ ঘিরে যে অনিশ্চয়তা, তা এখনও কাটেনি। শিক্ষার্থীদের পড়াশোনার ওপর এর কী প্রভাব পড়বে, তা নিয়েও উদ্বিগ্ন শিক্ষা মহল। অনেকে বলছেন, এই ধরনের ‘আংশিক ফেরত’-এর রায় (SSC Case) বাস্তবায়নে নানা জটিলতা তৈরি করতে পারে।

#যোগ্যশিক্ষকফিরছেন
#অশিক্ষকনিয়োগবন্ধ
#৩১ডিসেম্বরডেডলাইন

আরও পড়ুন :

ইউক্রেনে ধরা পড়ল দুই চিনা সেনা, ক্ষুব্ধ বেজিং – শি জিনপিংকে কিম জং উনের সঙ্গে তুলনা জেলেনস্কির

সজনে ডাঁটা: প্রতিদিনের খাবারে রাখুন, মিলবে ৩০০-র বেশি রোগ প্রতিরোধের গুণ!

ad

আরও পড়ুন: