শীতলবৈশাখ
ক্লাউড টিভি নিউজ ডেস্ক, কলকাতা : তীব্র গরম আর উত্তপ্ত বাতাসের মধ্যে দিয়ে চলছিল বৈশাখের প্রথম পনেরো দিন। ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল প্রতিদিনের চিত্র। কিন্তু সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর হঠাৎ করে বদলে গেল রাজ্যের আবহাওয়ার রূপ। সামান্য ঝড়-বৃষ্টির পর হু হু করে নামতে শুরু করল তাপমাত্রা। কলকাতাবাসী প্রত্যক্ষ করল ২৮ বছর পর এক ‘শীতল বৈশাখের রাত’।
সোমবার রাতে শহরের তাপমাত্রা দাঁড়ায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা বৈশাখ মাসে প্রায় অপ্রত্যাশিত। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৭ ডিগ্রি কম। গত বছর একই সময়ে (২৯ এপ্রিল, ২০২৪) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এবছরের সঙ্গে গত বছরের পার্থক্য প্রায় ২০ ডিগ্রি!
আবহাওয়াবিদদের মতে, একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের প্রভাবেই এই পরিবর্তন। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস ও পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়ার সম্মিলনেই ঘটে এই আকস্মিক আবহাওয়ার পালাবদল। সোমবার সন্ধ্যার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। সঙ্গে বজ্রপাতও হয় একাধিক স্থানে।
বিশেষজ্ঞরা বলছেন, ১৯৯৭ সালের এপ্রিল মাসে এমন একবার ‘শীতল বৈশাখ’ দেখা গিয়েছিল। তারপর দীর্ঘ ২৮ বছর এই ধরনের আবহাওয়া আর দেখা যায়নি। এবারের মতো ১৯ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এপ্রিল মাসে স্বাভাবিক নয়।
অতীতের ময়দান: জ্যোতিষ গুহ থেকে ধীরেন দের সামনে তখন খেলোয়াড়দের মুখোমুখি হওয়াটাই ছিল বিরাট ব্যাপার
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের তাপমাত্রা শুধু কলকাতাই নয়, শিলিগুড়ি, বর্ধমান, বালুরঘাট, বোলপুর, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনাতেও অনেকটা কমেছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রির কাছাকাছি। রাজ্যে বহু মানুষ কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছেন এপ্রিলের শেষে! যা এক কথায় অবিশ্বাস্য।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ থেকে ৪ দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত তাপপ্রবাহ ফেরার কোনো সম্ভাবনা নেই। এই সময় আবহাওয়ার এই অনুকূলতা কিছুটা স্বস্তি দেবে রাজ্যবাসীকে।
তবে এই পরিবর্তন কৃষিকাজে কিছুটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যেসব ফসল গরম আবহাওয়ায় বৃদ্ধি পায়, সেখানে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তবে চাষিদের মধ্যে স্বস্তির খবর, এই ঠান্ডা বেশিদিন স্থায়ী হবে না।
#শীতলবৈশাখ #কলকাতারআবহাওয়া #WeatherUpdate #ColdNightInApril #BengalWeather #28YearsRecord
আরও পড়ুন :
দীঘায় মহাযজ্ঞে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী, আজ সন্ধেয় ফুলের শয্যায় শোয়ানো হবে জগন্নাথ বিগ্রহ
পদ্ম ২০২৫: সুর, শিল্প আর সাহসিকতার সম্মানে সম্মানিত ৭১ নক্ষত্র