Tarakeshwar SpecialTrain
ক্লাউড টিভি ডেস্ক | ১১ জুলাই ২০২৫ : শ্রাবণ মাস মানেই শিবভক্তদের উচ্ছ্বাস, ভক্তির আবহে পবিত্রতার ছোঁয়া, আর তার সঙ্গে থাকে হাজার হাজার মানুষে পূর্ণ হয়ে ওঠা তারকেশ্বর মন্দির। প্রতিবছরের মতো এবারও শ্রাবণী মেলাকে কেন্দ্র করে ভক্তদের বিশাল সমাগম প্রত্যাশিত, আর সেই কথা মাথায় রেখেই ভারতীয় রেলওয়ে নিয়েছে বড়সড় পদক্ষেপ—বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে (Tarakeshwar SpecialTrain) কলকাতা ও হুগলি জেলার মধ্যে যাতায়াতকারী তীর্থযাত্রীদের সুবিধার্থে।
চার জোড়া স্পেশাল EMU ট্রেন
হাওড়া-তারকেশ্বর রুটে প্রতি রবিবার ও সোমবার চার জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলি চালু থাকবে মূলত শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণ তারিখগুলিতে, যখন তীর্থযাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি থাকে।
১২:৩০ AM – ০২:০০ AM
০৪:১৫ AM – ০৫:৪৫ AM
১২:৪০ PM – ০২:১০ PM
০১:২০ PM – ০২:৫০ PM
ফেরার সময়েও একইভাবে চারটি ট্রেন চলবে, যার মধ্যে একটি রাত ৯টার পরও উপলব্ধ থাকবে।
এই সিদ্ধান্তে ভক্তরা যেমন স্বস্তির নিশ্বাস ফেলেছেন, তেমনই স্থানীয় বাসিন্দা ও দমকল-প্রশাসনও ভিড় নিয়ন্ত্রণে কিছুটা আশার আলো দেখছে।
অন্যান্য রুটেও বিশেষ পরিষেবা
শুধু হাওড়া থেকেই নয়, শেওড়াফুলি-তারকেশ্বর রুটেও ছয় জোড়া EMU ট্রেন এবং আরামবাগ-তারকেশ্বর রুটে একটি জোড়া ট্রেন চলবে, বিশেষ করে জুলাই ও আগস্টের রবিবার ও সোমবারে।
এই ট্রেনগুলির মাধ্যমে নদীয়া, হুগলি, হাওড়া ও বর্ধমান জেলার বহু তীর্থযাত্রী সহজেই তারকেশ্বর পৌঁছতে পারবেন। পূর্ব রেল জানায়, ‘‘তীর্থযাত্রীদের চাহিদা মেটাতে এবং ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানো ছাড়াও প্রয়োজনীয় নিরাপত্তা, স্বাস্থ্য, ও ঘোষণা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।’’
হুগলি জেলার প্রাণকেন্দ্র তারকেশ্বর মন্দিরে শ্রাবণ মাসে প্রতিবছর লাখ লাখ ভক্ত ভিড় করেন। অনেকেই গঙ্গার তীর থেকে জল নিয়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দেন ‘কাঁবরিয়া ভক্ত’ হিসেবে। তাঁরা ‘জল অর্পণ’ করেন শিবলিঙ্গে।
এই সময় পুরো তারকেশ্বর শহর রূপ নেয় এক পবিত্র তীর্থক্ষেত্রে। দোকানপাট, রাস্তাঘাট, এমনকি স্থানীয় বাসিন্দারাও হয়ে ওঠেন ‘ভগবানের সেবক’। ভক্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার সমন্বয়ে শহরজুড়ে দেখা দেয় অন্যরকম চিত্র।
ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রার সুরক্ষা নিশ্চিত করতে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে—
প্রতিটি স্টেশনে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে
CCTV ও মাইকে নিয়মিত ঘোষণা
প্ল্যাটফর্মে বিশুদ্ধ জল, মোবাইল মেডিকেল ইউনিট
অতিরিক্ত GRP ও RPF মোতায়েন
এছাড়াও, তারকেশ্বর মিউনিসিপ্যালিটি এবং জেলা প্রশাসন যৌথভাবে ট্র্যাফিক ও প্যান্ডেল নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে।
যাত্রীসেবার জন্য অ্যাপ ও হেল্পলাইন
তীর্থযাত্রীদের যাত্রা আরও সহজ করতে ভারতীয় রেল RailMitra-র মতো মোবাইল অ্যাপ ও অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু রেখেছে, যাতে ভিড়ের সময়সীমা অনুযায়ী ট্রেনের লাইভ অবস্থান জানা যায়, টিকিট বুকিং করা যায় এবং জরুরি পরিস্থিতিতে হেল্পডেস্কে যোগাযোগ রাখা যায়।
আরও পড়ুন :
নাসার ঘোষণা: ১৪ জুলাই পৃথিবীতে ফিরছেন ভারতীয় মহাকাশচারী শোভনশু শুক্লা ও Axiom-4 মিশনের সদস্যরা
হঠাৎ অমিত শাহ’র কণ্ঠে অবসর, অবাক বিজেপি! নতুন জল্পনায় উত্তাল রাজনৈতিক মহল