নিয়োগ দুর্নীতি মামলায় জামিন
ক্লাউড টিভি ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড়সড় অগ্রগতি। মঙ্গলবার আলিপুর আদালতে হাজিরা দেন একাধিক অভিযুক্ত। মোট ৭৫ জন অভিযুক্তের মধ্যে ৭০ জন আদালতে হাজির ছিলেন। তাঁদের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা পরেশ চট্টোপাধ্যায় এবং অঙ্কিতা অধিকারীসহ অনেকেরই এদিন জামিন মঞ্জুর হয়েছে।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে আদালত এদিন তাঁর দুটি মামলায় জামিন মঞ্জুর করে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বিরুদ্ধে চার্জশিট ছিল। যদিও এই দুটি মামলায় সিবিআই তাঁকে গ্রেফতার করেনি। আদালত ৭,০০০ টাকার ব্যক্তিগত বন্ডের ভিত্তিতে তাঁর জামিন মঞ্জুর করে। এর আগে গ্রুপ সি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট থেকেও তিনি জামিন পেয়েছিলেন। এখনও একটি মামলা তাঁর বিরুদ্ধে বিচারাধীন।
সুপ্রিম কোর্টে বড় স্বস্তি: চাকরির বদলে টাকার মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়
বিচারকদের ঘাটতি,সঙ্কটে সুপ্রিম কোর্ট, পড়ে রয়েছে ৫ কোটি মামলা!
পার্থ ছাড়াও আদালত এদিন তৃণমূল নেতা পরেশ চট্টোপাধ্যায় ও প্রাক্তন এসএসসি চিফ অঙ্কিতা অধিকারীর জামিনও মঞ্জুর করে। তাঁদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযোগ ছিল। তবে তদন্তে সহযোগিতা করার শর্তে তাঁদের জামিন দেওয়া হয়েছে।
এদিন আদালতে হাজির ছিলেন মোট ৭০ জন অভিযুক্ত। প্রত্যেকেই কেন্দ্রীয় সংস্থা সিবিআই কর্তৃক দায়ের করা মামলায় অভিযুক্ত ছিলেন। আদালত অধিকাংশের জামিন মঞ্জুর করেছে। ফলে এই মামলার বিচারপ্রক্রিয়া নতুন দিক পেতে চলেছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাটি দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রে রয়েছে। একাধিক শীর্ষ তৃণমূল নেতা ও আমলাদের নাম জড়িয়ে পড়েছে এই মামলায়। প্রচুর পরিমাণ অর্থ ও বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে। এই মামলায় বহুদিন ধরে তদন্ত করছে সিবিআই ও ইডি। ফলে আদালতে হাজিরা ও জামিনের খবর নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, জামিন পাওয়া মানেই অভিযোগ থেকে মুক্তি নয়। আগামী দিনে এই মামলার মূল বিচারপ্রক্রিয়ায় অভিযুক্তদের ভূমিকা আরও স্পষ্ট হবে। তদন্তকারী সংস্থা চাইলে আরও কড়া পদক্ষেপও নিতে পারে। পার্থ চট্টোপাধ্যায় আপাতত চিকিৎসাধীন থাকলেও তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক জীবনে এই মামলার প্রভাব অস্বীকার করার উপায় নেই।
আরও পড়ুন :
টেস্ট ক্রিকেট আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে যে প্রস্তাব দিলেন ইংলিশ অধিনায়ক
AI এর যুগে মেডিকেল সায়েন্সের জাদু : ঘরে বসেই শনাক্ত হবে হৃদরোগ, বদলে যাচ্ছে স্টেথোস্কোপের ইতিহাস