Breaking News

TeacherProtestKolkata

“আমার বাবা যোগ্য শিক্ষক” কোলের শিশুর হাতে প্ল্যাকার্ড, চাকরিচ্যুত শিক্ষক তাঁর ছোট ছেলেকে নিয়ে রাস্তায় নেমেছেন প্রতিবাদে

এক চাকরিচ্যুত শিক্ষক তাঁর ছোট ছেলেকে নিয়ে রাস্তায় নেমেছেন প্রতিবাদে। কোলে সন্তান, হাতে ওএমআর শিট, আর ছেলের হাতে প্ল্যাকার্ড— “আমার বাবা যোগ্য শিক্ষক”।

TeacherProtestKolkata: Unrest in West Bengal %%page%% %%sep%% %%sitename%%

TeacherProtestKolkata

ক্লাউড টিভি ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের উত্তাল গোটা বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের প্রায় ২৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভ (TeacherProtestKolkata)। তবে বুধবার কসবায় যা ঘটল, তা যেন আগুনে ঘি ঢেলে দিল।

রাজ্যের নানা জায়গায় শান্তিপূর্ণ আন্দোলন চললেও, কসবায় ডিআই অফিসের সামনে শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ পরিস্থিতিকে এক অন্য মাত্রা এনে দেয়। পুলিশের এই আচরণে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিচ্যুত শিক্ষকরা। প্রশ্ন উঠছে— যাঁরা পরীক্ষায় বসে, নিয়ম মেনে, যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছিলেন, তাঁদের উপর এমন আচরণ কেন?

লাঠিচার্জের ঘটনার পর কসবায় উত্তেজনা চরমে ওঠে (TeacherProtestKolkata)। চারদিক থেকে ধিক্কার উঠে আসে— “স্যার, ম্যাডামদের গায়ে হাত তুলছে পুলিশ!” এই দৃশ্য ভাইরাল হতেই রাজনৈতিক মহলেও পারদ চড়তে শুরু করে।

এই সব কিছুর মাঝেই সামনে এল এক হৃদয়বিদারক ছবি, যা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যবাসীর মন। এক চাকরিচ্যুত শিক্ষক তাঁর ছোট ছেলেকে নিয়ে রাস্তায় নেমেছেন প্রতিবাদে। কোলে সন্তান, হাতে ওএমআর শিট, আর ছেলের হাতে প্ল্যাকার্ড— “আমার বাবা যোগ্য শিক্ষক”।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় আবেগের ঢেউ ওঠে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের নাগরিকরা প্রশ্ন তোলেন— যাঁরা সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের এই অবস্থা কেন?

China Dark Factory: কমিউনিস্ট চিনে এবার শ্রমিক ছাড়া আস্ত কারখানা, প্রমাদ গুনছে বিশ্ব

Arakan Army: আরাকান আর্মি কারা? কেন এত ভয় বাংলাদেশের?

এই শিক্ষক জানান, “দুর্নীতি করিনি। টাকা দিইনি। পরীক্ষায় বসে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম। এখন চাকরি বাতিল, মাথায় সংসারের বোঝা। ছোট ছেলেকে নিয়ে এসেছি, যাতে সবাই দেখে— আমার সন্তানও জানে, ওর বাবা অন্যায় করেনি।”

এই ছবির জেরে রাজ্যজুড়ে আলোড়ন পড়ে যায়। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয়। অনেকে বলছেন, “দোষীদের শাস্তি হোক। কিন্তু যাঁরা যোগ্য, তাঁদের কেন চাকরি থেকে সরানো হবে?”

কসবায় পুলিশের লাঠিচার্জ নিয়ে বিরোধীরা সরকারের বিরুদ্ধে তোপ দাগছে। তারা বলছে, “শিক্ষকরা দেশ গড়ার কারিগর। তাঁদের গায়ে হাত তোলা সরকারের লজ্জা হওয়া উচিত।”

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার পর থেকেই রাজ্যের বহু শিক্ষক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেকেই বলছেন, “জীবনের আট-দশটা বছর যে চাকরিতে কাটালাম, সেই চাকরি হঠাৎ করে চলে গেল! আমাদের দোষটা কোথায়?”

এই পরিস্থিতিতে আন্দোলন আরও বৃহত্তর রূপ নিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

#SSCScam #TeacherProtest #KolkataNews #KasbaLathicharge #CloudTVDesk #BengalEducationCrisis #আমারবাবাযোগ্যশিক্ষক #JusticeForTeachers #SaveTeachersJobs #HeartbreakingProtest

বলতেই হচ্ছে, একটা ছোট ছেলের হাতে ধরা সেই প্ল্যাকার্ড আজ বাংলার বিবেককে জাগিয়ে তুলেছে। সরকার কী সিদ্ধান্ত নেবে জানা নেই, তবে শিক্ষক সমাজ রাস্তায় নেমে স্পষ্ট করে দিয়েছে— তাঁরা হার মানতে রাজি নন।

আরও পড়ুন :

BREAKING: ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনার জেরে কাজ খোয়ালেন স্যান্ডি সাহা। ঋ-এর পরিবর্তে আসছে অন্য মুখ।

Jeet:”বাংলায় কাজ করাটাই আমার জন্য বেশি চ্যালেঞ্জিং।”এ কথা কেনো বললেন সুপারস্টার জিৎ?

Facebook : https://www.facebook.com/CloudtvNews
Instagram : https://www.instagram.com/cloudtvnews/
x (twitter) : https://x.com/cloudTV_NEWS
Youtube: @cloud.tv24x7

ad

আরও পড়ুন: