Breaking News

TigerCapture Kultali

অবশেষে ধরা পড়ল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, এলাকায় স্বস্তি ও প্রশ্ন একসঙ্গে

কুলতলীর কাঁটামারিতে ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার। ভোররাতে খাঁচায় বন্দি হয় বাঘটি। বনদপ্তরের সফল অভিযানে স্বস্তি ফিরলেও, এলাকাবাসীর প্রশ্ন—বারবার বাঘ লোকালয়ে কেন?

TigerCapture Kultali: A Shocking Discovery %%page%% %%sep%% %%sitename%%

TigerCapture Kultali

কুলতলী, দক্ষিণ ২৪ পরগনা | ১৫ জুন:  বহুদিন ধরেই জঙ্গলসংলগ্ন কুলতলীর বিভিন্ন গ্রামে বাঘের পায়ের ছাপ ও হঠাৎ হঠাৎ দেখা মেলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। অবশেষে ভোর রাতে বনদপ্তরের চেষ্টায় ধরা পড়ল (TigerCapture Kultali) সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। ঘটনাটি ঘটেছে কাঁটামারি গ্রামের সঞ্জয় বালার একটি গেস্ট হাউস সংলগ্ন এলাকায়। বাঘ ধরার পর এলাকায় স্বস্তি ফিরলেও, মানুষের মনে উঠেছে একটাই প্রশ্ন—বারবার লোকালয়ে বাঘ ঢুকছে কেন?

গত কয়েকদিন ধরেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকের কাঁটামারি ও আশপাশের গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছিল। স্থানীয়রা প্রথমে বিশ্বাস না করলেও, একাধিক বাড়ির পাশে ছাগল, হাঁস-মুরগি নিখোঁজ হওয়ায় সন্দেহ ঘনীভূত হয়।

পরিস্থিতি খতিয়ে দেখে বনদপ্তরের কর্মকর্তারা দ্রুত এলাকায় পৌঁছান। বিশাল এলাকা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে ফেলে রাখা হয়।
সঙ্গে রাখা হয় দুটি খাঁচা এবং টোপ হিসাবে ব্যবহার করা হয় ছাগল।
অবশেষে শুক্রবার দিবাগত রাত, ভোর তিনটা নাগাদ সঞ্জয় বালার গেস্ট হাউসের বাগানের জঙ্গলঘেরা ঝোপ থেকে একেবারে খাঁচার দিকে এগিয়ে আসে বাঘটি এবং বন্দি হয়।

বিজেপির বাঙালিয়ানা এবং রাজনীতির এল-ক্লাসিকো: মোদি বনাম মমতা

লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্যের পরে এবারে রাজ্যসভায়ও শূন্য হবে সিপিএম!

বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ধরা পড়া বাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগার। তার স্বাস্থ্যের কোনো সমস্যা না থাকলেও বনবিভাগের চিকিৎসক দল তাকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রাথমিকভাবে তাকে সজনেখালি ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছে। এরপর পরীক্ষা করে ঠিক হবে তাকে কোথায় ছাড়া হবে।

গ্রামের মানুষজন বাঘ ধরার খবরে খানিক স্বস্তি পেলেও আতঙ্ক পুরোপুরি কেটেছে না। বহু বাসিন্দা বলছেন,

“সুন্দরবন থেকে এত দূরে, একের পর এক বাঘ লোকালয়ে চলে আসছে। এটা কী করে হচ্ছে? এটা তো আগের মতো সাধারণ ঘটনা নয়।”

কুলতলীর এক কৃষক বললেন,

“আমরা রাতে আর ঘরের বাইরে বেরোই না। জানি না কখন কোথা থেকে বাঘ এসে পড়ে।”

অনেকের বক্তব্য, হয়তো জঙ্গলে খাদ্যের অভাব অথবা প্রাকৃতিক পরিবর্তনের কারণে বাঘগুলো লোকালয়ের দিকে এগোচ্ছে।

বনদপ্তরের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন,

“সুন্দরবনের জঙ্গল অনেকটাই সংকুচিত হয়েছে। পাশাপাশি নদীভাঙন ও জলস্তর বৃদ্ধির কারণে বাঘের চলাচলের স্বাভাবিক পথ বিঘ্নিত হচ্ছে। এর ফলে কখনও কখনও বাঘ লোকালয়ের কাছাকাছি চলে আসে।”

তবে এই প্রবণতা বেড়ে যাওয়ায় নতুন করে পরিকল্পনা করছে বনবিভাগ। বিভিন্ন সংবেদনশীল জায়গায় বাঘ নজরদারি বাড়ানো, ক্যামেরা বসানো, হেল্পলাইন নম্বর চালু রাখার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন :

সামশেরগঞ্জে ডিউটিরত অবস্থায় বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

দিঘায় জগন্নাথদেবের ‘রান্নাঘর’: ভোর রাত থেকে শুরু হয় ভোগ প্রস্তুতির পবিত্র পর্ব

ad

আরও পড়ুন: