Breaking News

Bobby Hakim Alternative

এই প্রথম তৃণমূলের সংগঠনে ববির বিকল্প তৈরি হচ্ছে

তৃণমূলের সংগঠনে সাধারণ সম্পাদক পদে অভিষেক ঘটতে চলেছে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের

TMC is looking for alternative of bobby hakim

Firhad hakim Alternative

ক্লাউড টিভি ডেস্ক :  দলের সংখ্যালঘু সেল বা সম্পাদক পদে মুসলিম নেতারা থাকলেও সংগঠনের শীর্ষ সারিতে তিনি  ছাড়া আর কেউই পৌঁছতে পারেননি। গত দেড় দশকেরও বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসে সংখ্যালঘু মুখ বলতে রাজ্য রাজনীতি এক জনকেই চেনে। তিনি জনাব ফিরহাদ হাকিম।

তৃণমূলের সংগঠনে এত উঁচু পদে আর কোনও সংখ্যালঘু মুখ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর থেকে এই একটি মুখই একই সঙ্গে মন্ত্রিসভার একাধিক পদ সামলেছেন। সেই সঙ্গে দলের রাজ্য সংগঠনে সাধারণ সম্পাদক পদে স্বমহিমায় রয়েছেন ববি।

শেষ মুহূর্তে কোনও সিদ্ধান্ত বদল না হলে তৃণমূলের সংগঠনে সাধারণ সম্পাদক পদে অভিষেক ঘটতে চলেছে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের। শিগগির এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে তৃণমূল।  পেশায় রসায়নের অধ্যাপক তরুণ নেতা সামিরুল কৃষক পরিবারের ছেলে। কিন্তু নেশায় আদ্যন্ত সংগঠক। 

সামিরুলকে তৃণমূলে আনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ভূমিকা ছিল। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময়ে বারবার বলেছেন, তৃণমূলে তিনিই শেষ কথা। আগামী বেশ কয়েক বছর তিনিই দল চালাবেন। অর্থাৎ সামিরুলকে সাধারণ সম্পাদক পদে তুলে আনা মমতা বন্দ্যোপাধ্যায়েরই যে সিদ্ধান্ত তা নিয়ে কোনও সংশয় নেই। 

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

কিন্তু কেন সামিরুল? 

তৃণমূলের অনেকে মনে করেন, ফিরহাদ হাকিম দলের সংখ্যালঘু মুখ ঠিকই। তবে গত কয়েক বছরে বেশ কিছু ঘটনায় দেখা গিয়েছে সংকটের মুহূর্তে সংখ্যালঘুদের আস্থা ধরে রেখে পরিস্থিতি সামাল দিতে তিনি খুব একটা সফল হননি। তা সে আনিস খানের মৃত্যু পরবর্তী অধ্যায় হোক বা বগটুই সংকট। সেই তুলনায় হিন্দু নেতা হলেও একদা সংখ্যালঘুদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ রেখে চলতেন মুকুল রায়। 

তৃণমূলে যোগ দেওয়ার আগে সামিরুল সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মূলত অনগ্রসর শ্রেণিকে সংগঠিত করার কাজ করতেন তিনি। কোভিডের সময়ে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য তাঁর নেতৃত্বে সংগঠন বেশ কিছু উদ্যোগ নিয়েছিল। সেই সংগঠনের নাম বাংলা সংস্কৃতি মঞ্চ। তাঁকে রাজ্যসভার সদস্য করার পাশাপাশি পরিযায়ী শ্রমিক বোর্ডের দায়িত্বও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংগঠনে আরও মর্যাদা বাড়তে চলেছে তাঁর।

Firhad Hakim: ‘ফিরহাদকে কি তবে দল থেকে বহিষ্কার করবে TMC?’

Breaking : সরানো হল ফিরহাদকে (Firhad Hakim), আপাতত হিডকোর (HIDCO)কাজ নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী

ad

আরও পড়ুন: