Breaking News

WBHS 2025 Results

উচ্চমাধ্যমিকে পাশের হার সর্বোচ্চ, ফল প্রকাশের ৫০ দিনের মধ্যেই নজিরবিহীন ঘোষণা

১০ বছরের মধ্যে সর্বোচ্চ পাশের হার ৯০.৭৯% – উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজিরবিহীন ফলাফল

WBHS 2025 Results: Highest Pass Rate Achieved %%page%% %%sep%% %%sitename%%

WBHS 2025 Results

কলকাতা, ৭ মে ২০২৫ (ক্লাউড টিভি): ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের (WBHS 2025 Results) হার ছুঁয়েছে গত ১০ বছরের সর্বোচ্চ রেকর্ড। পরীক্ষার মাত্র ৫০ দিনের মাথায় ফলাফল ঘোষণা করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছর ‘রেগুলার ভিত্তিতে’ পরীক্ষা দেওয়া ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। ফলে পাশের হার দাঁড়িয়েছে ৯০.৭৯ শতাংশ, যা গত বছরের ৯০ শতাংশ হারকে ছাড়িয়ে গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ছাত্রদের পাশের (WBHS 2025 Results) হার ৯২.৩ শতাংশ, যা ছাত্রীদের তুলনায় কিছুটা বেশি। ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর মেধাতালিকায় স্থান পেয়েছেন মোট ৭২ জন কৃতী ছাত্রছাত্রী। এই তালিকায় রয়েছে রাজ্যের নানা প্রান্তের কৃতী মুখ, যা তুলে ধরেছে শিক্ষার প্রসারে রাজ্যের ভারসাম্যপূর্ণ অগ্রগতি।

WestBengal Board Results 2025 : মেধাতালিকায় এবারও কলকাতাকে টেক্কা দিল জেলা

২০২৫ মাধ্যমিকের ফলপ্রকাশ: পাশের হার ৮৬.৫৬%, রাজ্যে শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম অদৃত সরকার

ফল প্রকাশে এই দ্রুততা নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে। সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে প্রায় আড়াই মাস সময় লাগে। সেখানে মাত্র ৫০ দিনে ফল (WBHS 2025 Results)ঘোষণা করে শিক্ষাব্যবস্থার প্রতি সরকারের দায়বদ্ধতা ও প্রশাসনিক দক্ষতারই প্রমাণ মিলেছে।

ফলপ্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে এক বার্তায় সফল পরীক্ষার্থীদের উদ্দেশে লিখেছেন,
আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালবাসা আর শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পেয়ে দেশ ও দশের মুখ আরও উজ্জ্বল করবে।
তিনি যাঁরা আশানুরূপ ফল করতে পারেননি তাঁদের উদ্দেশে উৎসাহ দিয়ে বলেন, “ভেঙে পড়ো না। সামনে অনেক সুযোগ আছে। চেষ্টা করে যাও, সফল হবেই।

অভিভাবক ও শিক্ষকদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “তোমাদের পরিশ্রম ও সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হত না।

বিশেষজ্ঞরা মনে করছেন, অতিমারির পর শিক্ষা ব্যবস্থায় ধীরে ধীরে যে পুনর্গঠন ঘটছে, এই ফলাফল তারই প্রতিফলন। পড়ুয়াদের আগ্রহ, শিক্ষক-অভিভাবকদের সহায়তা এবং ডিজিটাল শিক্ষার উন্নত ব্যবস্থাই এই সাফল্যের মূল কারণ।

#WBHS2025 #HigherSecondaryResults #PassPercentageRecord #MamataBanerjee #StudentSuccess #EducationMatters #WestBengalEducation #ExamResults #InspirationForStudents

আরও পড়ুন :

সীমান্তে যুদ্ধাবস্থা, আইপিএল কি বন্ধ হবে? দেশ ও ক্রিকেটের দ্বন্দ্বে বিভক্ত ভারত

জন্মদিনে চমক: স্ত্রী শ্রীময়ীর পরিকল্পনায় কাঞ্চন মল্লিকের স্মরণীয় ৫১তম জন্মদিন

ad

আরও পড়ুন: