WestBengal Board Results 2025
কলকাতা, ২ মে ২০২৫ (ক্লাউড টিভি): প্রকাশিত এবারের মাধ্যমিকের ফল (WestBengal Board Results 2025)। পাশের হার ৮৬.৫৬ এবারও মেধাতালিকায় কলকাতাকে পেছনে ফেলে দিল জেলা। প্রথম দশে রয়েছে ৬৬ জন। তবে প্রথম হয়েছে একজনই।
প্রথম হয়েছে অদৃত সরকার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল)। প্রাপ্ত নম্বর ৬৯৬। শতাংশের নিরিখে ৯৯.৪৬।
দ্বিতীয় হয়েছে
২ জন-অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, মালদা), সৌম্য পাল (বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুল)। প্রাপ্ত নম্বর ৬৯৪।
তৃতীয় হয়েছে বাঁকুড়া কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। প্রাপ্ত নম্বর ৬৯৩।
চতুর্থ হয়েছে ২ জন- মহম্মদ সেলিম ও সুপ্রতিক মান্না। দু’জনেই পূর্ব মেদিনীপুরের ছেলে। প্রাপ্ত নম্বর ৬৯২।
পঞ্চম হয়েছে ৪জন- সিঞ্চন নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), চৌধুরী মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন), দীপ্তজিৎ ঘোষ, সোমতীর্থ করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। প্রাপ্ত নম্বর ৬৯১। (WestBengal Board Results 2025)
ষষ্ঠ হয়েছে ৪জন-অঞ্চ দে (ফালাকাটা হাইস্কুল), জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়, রুদ্রনীল সামন্ত, অঙ্কন মণ্ডল, অভ্রদীপ মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯০।
সপ্তম হয়েছে
৫ জন-দেবার্ঘ্য দাস, অঙ্কন বসাক, অরিত্রা দে, দেবাদ্রিতা চক্রবর্তী, সৌরিন রায়। প্রাপ্ত নম্বর ৬৮৯।
আইসিএসই-তে ৯৯.০৪% নম্বর! দেশজুড়ে নজর কাড়লেন হুগলির রাজদীপ ব্যানার্জি
২০২৫ মাধ্যমিকের ফলপ্রকাশ: পাশের হার ৮৬.৫৬%, রাজ্যে শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম অদৃত সরকার
অষ্টম হয়েছে ১৫ জন- অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, মহম্মদ ইনজামুল হক, সৃজন প্রামাণিক, শুভ্রা সিনহা মহাপাত্র, অরিজিৎ মণ্ডল, স্পন্দন মৌলিক, শ্রীজয়ী ঘোষ, পাপড়ি মণ্ডল, সৌপ্তিক মুখোপাধ্যায়, উদিতা রায়, অরিত্র সাঁতরা, পুষ্পক রত্নম, অবন্তিকা রায়। প্রাপ্ত নম্বর ৬৮৮। (WestBengal Board Results 2025)
নবম হয়েছে ১৩ জন-দেবাঙ্কন দাস, মৃন্ময় বসাক, অনীক সরকার, অরিত্রী মণ্ডল, দিশা ঘোষ, পরমব্রত মণ্ডল, অয়ন নাগ, অঙ্কুশ জানা, দ্যুতিময় মণ্ডল, ঐশিক জানা, প্রজ্জ্বল দাস, অনীশ দাস, তানাজ সুলতানা। প্রাপ্ত নম্বর ৬৮৭।
দশম হয়েছে ১৬জন- কৌস্তভ সরকার, আমিনা বানু, উবে সাদাফ, প্রিয়ম পাল, তুহিন হালদার, দেবায়ন ঘোষ, এস কে আরিফ মণ্ডল, সম্যক দাস, স্বাগত সরকার, অয়ন্তিকা সামন্ত, সমন্বয় দাস, বিশ্রুত সামন্ত, সায়ন বেজ, সোহম সাঁতরা, শৌভিক দিন্দা, রাহুল রিক্টিয়াজ। প্রাপ্ত নম্বর ৬৮৬।
#Madhyamik2025 #WestBengalBoardResults #TopperAdritSarkar #BanglarShikkha
আরও পড়ুন :
তীব্র গরমের আশঙ্কা থাকলেও কালবৈশাখীতে মিলবে স্বস্তি: মে মাসের তাপপ্রবাহ নিয়ে মৌসম ভবনের পূর্বাভাস