Breaking News

WestBengalGovernorChange

রাজ্যপাল পদ থেকে সরে যেতে পারেন বর্তমান রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস, বেলা মাধুর্য ত্রিবেদী আসছেন রাজভবনে?

গুজরাটের আইন সচিব এবং বিচারপতি হিসেবে পরিচিত বেলা মাধুর্য ত্রিবেদী সুপ্রিম কোর্টে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির মামলার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন

WestBengalGovernorChange Sparks Political Buzz %%page%% %%sep%% %%sitename%%

WestBengalGovernorChange

কলকাতা, ২৩ মে ২০২৫ (ক্লাউড টিভি):পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, বর্তমান রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস শীঘ্রই পদত্যাগ করতে পারেন। তাঁর স্থলে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী রাজ্যপাল হিসেবে নিয়োগের সম্ভাবনা রয়েছে।

বেলা মাধুর্য ত্রিবেদী গুজরাটের আইন সচিব হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি গুজরাট হাই কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিলকিস বানো ধর্ষণ মামলার রায়ে বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচিত হন। বিচারপতি হিসেবে তাঁর অবসর গ্রহণের পর তিনি বিদেশ সফরে যান এবং শীঘ্রই রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, ড. সি ভি আনন্দ বোস শীঘ্রই রাজ্যপাল পদ থেকে সরে যেতে পারেন। তাঁর অসুস্থতা বা অন্য কোনো কারণে এই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা এখনও আসেনি।

বিচারপতি ভূষণ আর গাভাই ভারতের প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন

শীর্ষ আদালতের শীর্ষপদে বিচারপতি বিআর গাভাই: ছয় মাসের মেয়াদে দেশের প্রধান বিচারপতি হচ্ছেন দলিত বিচারপতি

বেলা মাধুর্য ত্রিবেদী জুনে অবসর গ্রহণের কথা থাকলেও তিনি ইতিমধ্যে অবসর নিয়ে বিদেশ সফরে গেছেন। তাঁর ফিরে আসার পর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণের সম্ভাবনা রয়েছে। তবে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।মহিলা আইনজ্ঞ রাজ্যপালকে রাজভবনে বসিয়ে আগামী বিধানসভা নির্বাচনে যেতে চাইছে কেন্দ্র। শেষমুহূর্তে কোনও সিদ্ধান্ত বদল না হলে বোসের বিদায় এবং বেলার আগমন কার্যত নিশ্চিত।

বিচারপতির চেয়ারে বসে একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন বেলা। সুপ্রিম কোর্টে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির মামলার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। একাধিক মামলার সময় তাঁকে নিয়ে নানা চর্চা চলেছিল। দিল্লি ও গুজরাটের আইনজীবীদের একাংশের অভিযোগ, তিনি বিজেপি ঘনিষ্ঠ। এর জেরে তাঁর বিদায় সংবর্ধনার অনুষ্ঠানটি নিয়েও মতপার্থক্য হয়ে যায়। বিচারপতি থাকাকালীন একাধিক আইনজীবীর সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন বেলা।

আরও পড়ুন :

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক গ্রুপে নয় ভারত-পাকিস্তান! আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব ক্রিকেট

রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি: বিদায় জানালেন কিংবদন্তি লুকা মদ্রিচ

ad

আরও পড়ুন: