উডবার্ন ২ উদ্বোধন
ক্লাউড টিভি ডেস্ক : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় যুক্ত হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন কলকাতার এসএসকেএম হাসপাতালের নবনির্মিত উডবার্ন ২ ওয়ার্ড। দীর্ঘদিনের পরিকল্পনা ও বিপুল অর্থ বিনিয়োগের পর গড়ে উঠেছে এই আধুনিক চিকিৎসা পরিকাঠামো।
নতুন ভবনে থাকছে ১০২টি আধুনিক কেবিন ও ৮টি সুসজ্জিত স্যুইট। খরচ হয়েছে মোট ৬৬.৬৩ কোটি টাকা। এখানে সিসিইউ ও অত্যাধুনিক অপারেশন থিয়েটারের সুবিধাও থাকছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রয়োজন হলে ভবিষ্যতে আরও ইউনিট যুক্ত করা হবে।
দ্রুতগতির ২০০ হেলিকপ্টার কিনছে ভারত: শেষ হতে চলেছে চেতক ও চিতা হেলিকপ্টারের যুগ
১৫ সেপ্টেম্বর কলকাতায় সেনা সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
পুরনো উডবার্ন ভবনে সিঙ্গল, ডাবল ও স্যুইট কেবিনের আলাদা আলাদা ভাড়া ছিল। তবে নতুন উডবার্ন ২-এ একসঙ্গে সমন্বিত চার্জ ধার্য করার কথা ভাবা হয়েছে। এর ফলে রোগী ও তাদের পরিবারকে অতিরিক্ত আর্থিক চাপ নিতে হবে না।
এই নতুন ওয়ার্ড চালু হচ্ছে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে। উডবার্ন ওয়ার্ড দীর্ঘদিন ধরে ভিআইপি চিকিৎসার প্রতীক হিসেবে পরিচিত ছিল। আগে সাধারণ মানুষ সহজে চিকিৎসার সুযোগ পেতেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উডবার্ন এখন খোলা হচ্ছে সকলের জন্য।
স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষ কর্তা জানান, সাধারণত সরকারি হাসপাতালের চিকিৎসকদের বাইরে প্রাইভেট চেম্বারে দেখাতে গিয়ে রোগীদের বিপুল খরচ করতে হয়। উডবার্ন ২ চালু হলে সেই খরচ অনেকটাই কমে আসবে। কারণ সরকারি হাসপাতালের চিকিৎসকরাই এখানে সাধ্যের মধ্যে থেকে রোগীদের পরিষেবা দেবেন।
উডবার্ন ২-এ কেবিন ও স্যুইটগুলো অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। রোগীদের জন্য থাকছে এয়ারকন্ডিশন ব্যবস্থা, আলাদা বাথরুম, ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও অক্সিজেন সাপ্লাই। পাশাপাশি, অপারেশন থিয়েটার ও সিসিইউ ইউনিটের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে এক ছাদের নীচেই রোগীরা পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধা পাবেন।
রাজ্য সরকারের দাবি, এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ২ চালু হলে বেসরকারি হাসপাতালের সঙ্গে প্রতিযোগিতায় নামবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। অনেক মধ্যবিত্ত পরিবার যারা বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসার খরচ সামলাতে হিমশিম খান, তাদের জন্য এটি হবে বড় স্বস্তি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বহুবার বলেছেন, “স্বাস্থ্য পরিষেবা সবার জন্য, ধনী–গরিব নির্বিশেষে।” নতুন উডবার্ন ২ সেই ভাবনারই বাস্তব রূপ।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, PPP মডেলে এই ধরনের উদ্যোগ কেবলমাত্র রোগীদের আর্থিক সুরাহা দেবে না, বরং সরকারি স্বাস্থ্য পরিষেবার প্রতি আস্থা বাড়াবে। দীর্ঘদিন ধরে যেভাবে সাধারণ মানুষের কাছে উডবার্ন মানেই ভিআইপি চিকিৎসা ছিল, এবার সেটি বদলে যাচ্ছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের আশা, উডবার্ন ২ শুরু হলে এসএসকেএম-এ চাপ কিছুটা কমবে এবং একসঙ্গে মানসম্পন্ন পরিষেবা দেওয়া সম্ভব হবে। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত খুলে দেবে বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন :
Supreme Court Verdict: আংশিক স্থগিত ‘ওয়াকফ সংশোধনী আইন ২০২৫’ | বিস্তারিত জানুন
ম্যাচের শেষে করলেন না করমর্দন, পাকিস্তানকে হারিয়ে সূর্যকুমার যাদবের জয় উৎসর্গ ভারতীয় সেনাদের