Aurélio Pereira Dead
শান্তিপ্রিয় রায় চৌধুরী : পর্তুগাল ফুটবলের সেরা দুই ফুটবলার লুইস ফিগো ও ক্রিস্টিয়ানো রোনালদোকে খুঁজে বের করেছিলেন সেই অরেলিও (Aurélio Pereira Dead) আর নেই। বিশ্ব ফুটবলের এই দুই সেরা ফুটবলারকে তিনি স্কাউটের মাধ্যমে খুঁজে বের করেছিলেন। সেই অরেলিও আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ৭৭ বছর বয়সে মারা গেছেন।
১৯৮৮ সালে স্পোর্টিংয়ের রিক্রুটমেন্ট ও ট্রেনিং বিভাগ খুলেন অরেলিও পেরেরা। পর্তুগালের সেরা কয়েকজন খেলোয়াড়ের উন্নতিতে বড় ভূমিকা রাখেন তিনি। ২০১৬ ইউরো জয়ী পর্তুগাল দলের ১০ জন খেলোয়াড় উঠে এসেছিলেন পেরেরার হাত ধরে। তার মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোসহ আরও অনেকে।
Um dos grandes símbolos da formação mundial deixou-nos mas o seu legado viverá para sempre. Nunca deixarei de estar grato por tudo o que fez por mim e por tantos outros jogadores. Até sempre, Senhor Aurélio, obrigado por tudo. Descanse em paz. pic.twitter.com/8PvLE73id4
— Cristiano Ronaldo (@Cristiano) April 8, 2025
আজ রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে অরেলিওর (Aurélio Pereira Dead) সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। তাতে লিখেছেন, ‘আমার জন্য এবং আরও অনেক খেলোয়াড়ের জন্য তিনি যা করেছেন এর জন্য আমি আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকব। আপনি শান্তিতে ঘুমান।’
View this post on Instagram
এদিকে অরেলিওর মৃত্যুতে (Aurélio Pereira Dead) শোক জানিয়ে পর্তুগাল ফুটবল ফেডারেশন বলেছে, ‘অরেলিও পেরেরার মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। আমাদের ইতিহাসের সেরা কয়েকজন খেলোয়াড়কে খুঁজে বের করে আমাদের ফুটবলকে এগিয়ে দিয়েছেন। যিনি সব সময়ই আমাদের প্রতিভাদের রক্ষা করেছেন।’
View this post on Instagram
৩০ বছরের বেশি সময় ধরে তিনি স্কাউটিং কাজ করেছেন। তার সম্মানে ২০১২ সালে স্পোর্টিং তাদের একাডেমির মূল মাঠের নাম তার নামে রাখে।
আরও পড়ুন :
মেরি কমের বিবাহবিচ্ছেদ ঘটতে চলেছে!
ক্রিকেট ইতিহাসের সব থেকে সৎ ক্রিকেটার,আম্পায়ার আউট না দিলেও ১২ বার ছেড়েছেন পিচ !
Facebook : https://www.facebook.com/CloudtvNews
Instagram : https://www.instagram.com/cloudtvnews/
x (twitter) : https://x.com/cloudTV_NEWS
Youtube: @cloud.tv24x7